বাংলা নিউজ > টুকিটাকি > Most bird species in Bengal: বাংলার মাথায় নতুন মুকুট! পাখির প্রজাতির সংখ্যায় এক নম্বরে এই রাজ্য

Most bird species in Bengal: বাংলার মাথায় নতুন মুকুট! পাখির প্রজাতির সংখ্যায় এক নম্বরে এই রাজ্য

মোট কতরকম প্রজাতির পাখি দেখা যায় জানেন? (Samir Kar)

Most bird species in Bengal: পাখির প্রজাতির সংখ্যায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। চার দিনের ইভেন্টের পর নতুন অর্জন বাংলার। মোট কতরকম প্রজাতির পাখি দেখা যায় জানেন?

নানারঙের রঙিন পাখি উড়ে বেড়ায় এই বাংলাতেই। কত নাম না জানা, মুখ না চেনা পখিও থাকে সেই ভিড়ে। তবে ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি প্রজাতির পাখি দেখা যায় জানেন? উত্তরটা হল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি প্রজাতির পাখি দেখা যায় বলে জানাচ্ছে একটি সাম্প্রতিক সমীক্ষা। পাখি দেখলেই তাদের নাম লিখে রাখার এই সমীক্ষা সারা বিশ্ব জুড়ে চলে। ১৯৯৮ সালে কর্নেল ল্যাব অফ অর্নিথোলজি শুরু করেছিল এই অভিনব সমীক্ষা। আসলে কোন অঞ্চলে কত ভিন্ন প্রজাতির পাখি রয়েছে সেই তথ্য সংগ্রহ করাই ছিল এর উদ্দেশ্য। চারদিন ধরে এই পাখি গোনার ইভেন্ট চলে। যা পাখি দেখবে, তার বৈশিষ্ট্য লিখে রাখতে হবে। এই হল কাজ।

আরও পড়ুন: নিজের বেডরুমে কীভাবে সময় কাটান মেয়েরা? কোন কাজগুলি করেন? রইল হদিশ

আরও পড়ুন: বিয়ের দিনে বাথরুমে মায়ের সঙ্গে এ কী করছেন বর! দেখে চমকে উঠলেন কনে

ভারতে এই ইভেন্ট কবে শুরু?

১৯৯৮ সালে শুরু হলেও ভারত এই ইভেন্টে অংশ নেয় ২০১৩ সাল থেকে। গ্ৰেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্টে প্রতি বছরই চার দিনের ইভেন্ট হয় দেশ জুড়ে। এই বছর ১৭ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি চলেছিল পাখি গোনার প্রতিযোগিতা। যার ইংরেজিতে নাম বার্ড কাউন্ট ইভেন্ট। গোটা দেশ জুড়ে মোট ৪৯৬৮৫টি পাখি দেখার ঘটনা রেকর্ড করা হয়েছে। রেকর্ড অর্থ পাখি দেখে লিখে রাখা হয়েছে একটি ডেটাবেসে। ই বার্ড সেই ডেটাবেসের নাম। তাতেই দেখা যায় পশ্চিমবঙ্গ পাখির প্রজাতির হিসেবে শীর্ষে রয়েছে। মোট ৪৯৩ রকমের পাখির খোঁজ মিলেছে বাংলায়।

আর কোন কোন রাজ্য রয়েছে এই তালিকায়?

ভারতের ৩৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এই ইভেন্টে অংশ নেয়। সেখানে শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। এই রাজ্যে মোট ৪৯৩ প্রজাতির পাখির দেখা মিলেছে।‌ অন্যদিকে তালিকায় পশ্চিমবঙ্গের পরেই আছে উত্তরাখণ্ড (৪৭৭), অরুণাচল(৪০৭), আসাম (৩৯৭)। মোট ৪৯৬৮৫টি ঘটনার মধ্যে সবচেয়ে বেশি ঘটনা রেকর্ড করা হয়েছে কেরলে। সেখানে রেকর্ড করা হয়েছে ৯৮০০। তবে মোট পাখির প্রজাতির সংখ্যা ৩২৫টি।

কতজন অংশ নেয় এই ইভেন্টে?

পাখি গোনার ইভেন্টের কোঅর্ডিনেটর মিত্তল গালা সংবাদমাধ্যমকে বলেন, প্রথম বছরে ২০০জন মোটে অংশ নিয়েছিল এই ইভেন্টে। তবে গত বছর প্রায় ৪০০০ জন অংশ নেন। সারা ভারত জুড়ে ১০০০এরও বেশি প্রজাতি খুঁজে বার করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন