
খাওয়া ছাড়া আর যে সব কাজে ব্যবহার করতে পারেন চিনি, জেনে নিন এখনই
১ মিনিটে পড়ুন . Updated: 16 Nov 2021, 07:15 PM IST- রূপচর্চা থেকে ঘরের জিনিসপত্র পরিষ্কার, চিনির নানা ব্যবহার জানলে অবাক হবেন আপনি।
হার্ট থেকে সুগার, শরীরের নানা সমস্যা দূর করতে চিনি খাওয়া থেকে দূরে থাকেন অনেকেই। ফলে রান্নায় হোক বা ডায়ে, বেশরিভাগ বাড়িতেই এখন চিনি নৈব নৈব চ! তবে, চিনির আরও কিছু ব্যবহার আছে যা আপনাকে অবাক করবে। রূপচর্চা থেকে শুরু করে ঘরের টুকিটাকি, চিনি কাজে আসবে সবেতেই!
খাবার খাওয়ার পর বা মাছ ধোওয়ার পর অনেক সময়তেই হাতে আঁশটে গন্ধ হয়ে যায়। আর যা সহজে দূর হতে চায় না। এক্ষেত্রে লিকুইড সাবান, চিনি আর অলিভ অয়েল মিশিয়ে নিন। এবার তা দিয়ে হাত ধুয়ে নিন। দেখবেন গন্ধ গায়েব। আর হাতও নরম।
ত্বকের মরা কোষ দূর করতে চিনি খুব উপকারী। লেবুর একটা টুকরোর ওপর চিনি ছড়িয়ে তা দিয়ে কনুই, ঘাড়, ঠোঁট স্ক্রাবিং করতে পারেন। দেখবেন কিছুদিনের মধ্যেই শরীরের এই অংশগুলি ত্বকের স্বাভাবিক রং ফিরে পেয়েছে।
ব্লেন্ডারের দাগ দূর করতে এক কাপ চিনি ব্লেন্ডারে দিয়ে জল ছাড়া ব্লেন্ড করলে সব দাগ দূর হয়ে যাবে। এভাবে আপনি চা রাখার ফ্লাস্কও পরিষ্কার করতে পারেন।
কাপড়ের থেকে কালির দাগ তোলা সম্ভব চিনির সাহায্যে। গরম জলের ঘন করে চিনি মিশিয়ে দাগের ওপর ঘণ্টাখানেক রাখুন। এরপর ডিটারজেন্ট দিয়ে ধুয়ে ফেললে দাগ দূর হবে।