যে ব্রেন টিজারটির কথা বলা হচ্ছে, সেটিতে বহু কাকাতুয়ার ভিড়ে খুঁজতে হবে ঘুঘকে। ঘুঘু দেখে বের হতে হবে ব্রেন টিজারের ফাঁদ থেকে! ফলে ঘুঘু দেখলে ফাঁদও দেখতে পাবেন এই ছবিতে। চারিদিকে ঝুঁটি ওয়ালা কাকাতুয়ার ভিড়ে এই ঘুঘুকে খুঁজে বের করাই বল আসল চ্যালেঞ্জ।
1/4ধাঁধার তালা একবার খুলে নিলেই মনে আসে প্রবল স্বস্তি। তবে যতক্ষণ না সেই ধাঁধার উত্তর মেলে ততক্ষণ মনে আসতে থাকে নানান চিন্তা। এমনই বেশ কিছু ধাঁধা সদ্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তারমধ্যে যেমন রয়েছে অপটিক্যাল ইলিউশন, তেমনই রয়েছে ব্রেন টিজার। এমনই এক ব্রেন টিজার রাইল আপনার জন্য।
2/4যে ব্রেন টিজারটির কথা বলা হচ্ছে, সেটিতে বহু কাকাতুয়ার ভিড়ে খুঁজতে হবে ঘুঘকে। ঘুঘু দেখে বের হতে হবে ব্রেন টিজারের ফাঁদ থেকে! ফলে ঘুঘু দেখলে ফাঁদও দেখতে পাবেন এই ছবিতে। চারিদিকে ঝুঁটি ওয়ালা কাকাতুয়ার ভিড়ে এই ঘুঘুকে খুঁজে বের করাই বল আসল চ্যালেঞ্জ।
3/4এই সেই ছবি। ফেসবুকে এটি শেয়ার করেছে thedudolf। ছবিতে দেখা যাচ্ছে, একটি এলাকায় বহু কাকাতুয়া একসঙ্গে রয়েছে। ছবিতে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের বিষয় হল, ছবিতে প্রায় নিখুঁতভাবে সমস্ত কাকাতুয়া ও ঘুুঘু একই রঙের হয়ে রয়েছে। এই ভিড় থেকে খুঁজে বের করতে হবে ঘুঘুকে। আর তা রয়েছে সংখ্যায় ৪ টি।
4/4এই সেই চার ঘুঘু। যারা কাকাতুয়ার ভিড়ে দিব্যি লুকিয়ে ছিল। ১০ সেকেন্ডের মধ্যে এই ধুঘু খোঁজা কোনও ফাঁদের চেয়ে কম নয়। তবে যাঁরা এই ব্রেন টিজার উতরে গিয়েছেন, তাঁরা ব্রেন টিজারে চ্যাম্পিয়ান হিসাবে পরিগণিত হতেই পারেন!