বাংলা নিউজ > টুকিটাকি > Viral Post of Rail Minister: একের পর এক ছবি পোস্ট রেলমন্ত্রীর, কোথাকার ছবি এগুলি? দেখলেই চমকে যাবেন

Viral Post of Rail Minister: একের পর এক ছবি পোস্ট রেলমন্ত্রীর, কোথাকার ছবি এগুলি? দেখলেই চমকে যাবেন

কোন রেলস্টেশনের ছবি, জানা আছে? (Twitter)

Viral post of Rail Minister Ashwini Vaishnaw:একের পর এক ছবি পোস্ট করে চমকে দিচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো।‌ সেই সব পোস্ট রীতিমতো ভাইরাল হচ্ছে নেটদুনিয়ায়। কোন রেলস্টেশনের ছবি এগুলি, জানা আছে?

একের পর এক টুইট করে চমকে দিচ্ছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো। কখনও ক্যাফের ছবি টুইট করে বলছেন,‘আন্দাজ করুন তো, এটা কোন জায়গা?’ সঙ্গে অবশ্য একটা সূত্র ধরিয়ে দিচ্ছেন, বলছেন ‘হিন্ট: রেলওয়ে স্টেশন’‌‌। একইভাবে কখনও একটা শিশুর ছবি পোস্ট করে বলছেন ‘বাচ্চাটা ঘুরতে চলল।’ তার সঙ্গেই প্রশ্ন রাখছেন, ‘কিন্তু সিটটা ট্রেনের না প্লেনের তা বলতে পারবেন?’

আরও পড়ুন: ঢেলে সাজছে জয়পুর স্টেশন, ঝা চকচকে এলাহি পরিষেবা, ছবি দেখলে তাক লাগবেই

আরও পড়ুন: সুয়ার, সালি, কালো ছাগল! কোনও গাল নয়, এগুলি নাকি রেল স্টেশনের নাম! আরও আছে

রেলমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট খুললেই এখন পাওয়া যাবে এমন সব চমক দেওয়ার মতো পোস্ট। ২০২৩-২৪ এর বাজেটে রেল উন্নয়নের জন্য বেশ ভালো পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে। সেই বরাদ্দের জোরেই চলছে রেল আধুনিকীকরণের প্রক্রিয়া। ভারতের বেশ কয়েকটি স্টেশনকে একেবারে ঝাঁ চকচকে করে সাজিয়ে তুলবে রেল মন্ত্রক। শুধু তাই নয়, অত্যাধুনিক পরিষেবা দেওয়াও শুরু হবে। স্টেশনের ভিতরেই নানারকম সুবিধা পাবেন রেলযাত্রীরা। তারই একটি হল অত্যাধুনিক ক্যাফের পোস্ট। পোস্টটি করার পর অশ্বিনী একটা সূত্র ধরিয়ে দেন ‘রেলস্টেশন’ লিখে। তাতেই বোঝা যায়, বড় বড় রেলস্টেশনগুলিকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

কিছুদিন আগেও জয়পুর রেলস্টেশনের মডেল ছবি টুইটারে পোস্ট করেছিলেন অশ্বিনী। সেই স্টেশনের পরিকল্পনাও ছিল রীতিমতো চোখ জুড়ানো। এবারের ছবিতেও তেমনই ইঙ্গিত দিলেন‌ অশ্বিনী বৈষ্ণো।

নতুন অর্থবছরে রেল পরিষেবাকে আরও উন্নত করতে রীতিমতো তৎপর হয়ে উঠেছে রেলমন্ত্রক। সেইমতো কোন রেলস্টেশন কীভাবে সেজে উঠবে তারও নকশা ছকে ফেলছে রেল অধিকর্তারা।‌ রেলমন্ত্রীর টুইটে একে একে সেইসব দৃশ্যই সামনে আসছে। এদিন গাড়ির মধ্যে শুয়ে থাকা একটি বাচ্চার ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘শিশুটি ঘুরতে চলল। কিন্তু এটা প্লেনের সিট না ট্রেনের?’ ছবিতেই দেখা যায়, দারুণ ঝাঁ চকচকে সিটের চেহারা। যা দেখে যে কেউ প্লেনের সিট ভাবতেই পারেন।

কেন্দ্রীয় রেলমন্ত্রীর আরেকটি টুইটে দেখা যায়, বরফ ঢাকা বিস্তীর্ণ উপত্যকা। ছবির একেবারে শেষ প্রান্তে পাহাড়।‌ তার মধ্যে দিয়েই এগিয়ে চলেছে ট্রেন। কোন জায়গা এটি? রেলমন্ত্রী একটি সূত্র ধরিয়ে দেন ‘হেভেন অন আর্থ’। অর্থাৎ ভূস্বর্গ কাশ্মীর!

রেল পরিষেবার এমন আধুনিকীকরণ দেখে রীতিমতো তাজ্জব নেটদুনিয়া‌। নেটিজেনরা স্বাভাবিকভাবে এমন সব ছবি দেখে উচ্ছসিত। কমেন্টে কেন্দ্রীয় সরকারের প্রশংসায় ফেটে পড়েন অনেকেই। এত সুন্দর করে পরিকল্পনা করার জন্য রেলমন্ত্রককে বাহবাও জানান‌ তাঁরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup 

বন্ধ করুন