রাজনীতিতে আনকোড়া হলেও এক ইঞ্চিও জমি ছাড়বেন না যশ। এদিন হিন্দুস্তান টাইমস বাংলার তরফে অভিনেতাকে যোগাযোগ করা হয়েছিল। আত্মবিশ্বাসী বিজেপি প্রার্থী জানালেন, ‘দায়িত্ব অনেক বেড়ে গেছে। এতদিন আমার ওপর নিজের পরিবারের দায়িত্ব ছিল। এখন বহু পরিবার ও বাবা মায়ের দায়িত্ব আমার কাঁধে। সবার জন্য কাজ করবো’।
6/6
লড়াই সহজ হবে না যশের জন্য। চণ্ডীতলা বিধানসভা আসনে যশের বিপরীতে লড়ছেন তৃণমূলের দু'বারের বিধায়ক স্বাতী খন্দকার এবং সিপিআই(এম) নেতা মহম্মদ সেলিম। দুই পোড় খাওয়া রাজনীতিবিদের প্রতি আগে থেকেই সৌজন্যবোধ দেখিয়ে রাখলেন যশ। তাঁর কথায়, ‘আমার বিপরীতে যে প্রবীণ রাজনীতিবিদরা রয়েছেন তাঁদের আমার প্রণাম। নিজের সম্পর্কে এটাই বলবো যে আমি রাজনীতি অত বুঝি না। মানুষের হয়ে কাজ করতে চাই, মানুষের পাশে থাকতে চাই’।
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.