পন্তের দল তুলে নেওয়ার হুমকি, ক্যাচ মিসে জাদেজার রাগ, দেখুন এক নজরে সব বিতর্ক
Updated: 05 May 2022, 11:52 PM IST- আইপিএলে প্রতিটি ম্যাচেই থাকে টানটান উত্তেজনা। এক একটি ছোট্ট ভুলেও বদলে যেতে পারে ম্যাচ, এমনকী কোনও দলের ভাগ্যও। তাই অনেক সময়েই সিদ্ধান্ত নিজেদের পক্ষে না গেলে মাঠের মধ্যেই খেলোয়াড়রা মেজাজ হারান। এ বারের আইপিএলেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এক নজরে দেখে নেওয়া যাক সেই ঘটনাগুলি।