ছত্তিসগড়ের সুকমায় শনিবার মাওবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন ১৭ জন পুলিশকর্মী। রবিবার দেহ উদ্ধারের পর এমনই জানিয়েছে সেরাজ্যের পুলিশ। শনিবার সুকমার মিনপা জঙ্গলে মাওবাদী – পুলিশ সংঘর্ষের পর বেশ কয়েজন পুলিশকর্মীর খোঁজ মিলছিল না। রবিবার উদ্ধার হয়েছে তাঁদের দেহ। ওই সংঘর্ষে ১৪ জন জওয়ান আহত হয়েছেন। রায়পুরে তাঁদের চিকিৎসা চলছে।
বাস্তরের আইজি জানিয়েছেন, দেহ উদ্ধার হলেও পুলিশকর্মীদের ১০টি AK 47 রাইফেলের খোঁজ নেই। ছত্তিসগড়ের ডিজিপি ডিএম আবস্থি জানিয়েছেন, ‘শনিবার দুপুর ১টা নাগাদ কোরাজগুড়া পাহাড়ে মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। মাও বিরোধী অভিযানে বেরিয়েছিল ছত্তিসগড় পুলিশের ওই বিশেষ দল।’ ডিজি জানিয়েছেন, প্রায় ১৫০ জন পুলিশকর্মীর দল অভিযানে অংশ নেন। তাদের ওপর মাও নেতা মাণ্ডবী হিদমার নেতৃত্বে হামলা চালায় প্রায় ৩০০ জন মাওবাদীর একটি দল।
রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী।