কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এদিন একগুচ্ছ সিদ্ধান্তের কথা জানিয়েছেন করোনায় জর্জরিত অর্থনীতিকে চাঙ্গা করার জন্য। এর মধ্যে মানুষের হাতে যাতে বেশি টাকা থাকে, তার জন্য ইপিএফ ও টিডিএস কাটার নিয়মে বদল এনেছেন তিনি।
মাইনে ব্যতীত অর্থলাভের ক্ষেত্রে ( নন স্যালারি পেইমেন্ট) TDS (tax deducted at source)/TCS (Tax collected at source) কমানো হল ২৫ শতাংশ। ২০২১ সালের ৩১ মার্চ অবধি এই সিদ্ধান্ত লাগু থাকবে। এটি কন্ট্র্যাক্টস, ইনটারেস্ট, রেন্ট, ডিভিডেন্ড, কমিশন ও ব্রোকারেজ, প্রতিটিতেই ২৫ শতাংশ কম কর কাটা যাবে।
এর ফলে মানুষের হাতে অতিরিক্ত ৫০,০০০ কোটি টাকা থাকবে, যেটা তাদের টিডিএস হিসাবে দিতে হত বলে জানান অর্থমন্ত্রী। একই সঙ্গে বিবাদ সে বিশ্বাস প্রকল্পটি এখন চলবে ৩১ ডিসেম্বর অবধি।
দ্রুত যাতে চ্যারিটেবল ট্রাস্ট, এলএলপি, নন কর্পোরেট বিজনেস ও প্রপরাইটার সংস্থাগুলিকে রিফান্ড দেওয়া যায়, তারও নির্দেশ দেওয়া হয়েছে আয়কর দফতরকে।
বিশেষজ্ঞদের মতে কম টিডিএস কাটায় অর্থনীতিতে টাকার জোগান বাড়বে। একই সঙ্গে রিফান্ড দিয়ে দিলে ব্যবসাপত্রের ঘুরে দাঁড়াতে সুবিধা হবে।