বাংলা নিউজ > ঘরে বাইরে > Leopard Video: জঙ্গল থেকে বেরিয়ে মানুষের সঙ্গে মস্তি করল চিতাবাঘ!সেলফিও হল, বনে মন নেই?

Leopard Video: জঙ্গল থেকে বেরিয়ে মানুষের সঙ্গে মস্তি করল চিতাবাঘ!সেলফিও হল, বনে মন নেই?

এই সেই চিতাবাঘ। লাইভ হিন্দুস্তান। 

একটু মস্তি করে নিল মানুষের সঙ্গে। এরপর ব্যাক টু জঙ্গল। তবে চিতাবাঘের এমন ভাবগতিক দেখে হতবাক বনদফতর। কারণ জঙ্গলের চিতাবাঘ আচমকা পোষ মেনে যাবে, এটা কিছুটা হলেও অস্বাভাবিক।

গ্রামে চিতাবাঘ ঢুকল। এবার আচমকা ঝাঁপিয়ে পড়ল গ্রামবাসীদের উপর। এটাই স্বাভাবিক ব্যাপার। কিন্তু মধ্যপ্রদেশের দেবস জেলায় ঠিক উলটো ঘটনা হয়েছে। একটা চিতাবাঘ আচমকাই গ্রামে ঢুকে পড়েছিল। কিন্তু গ্রামবাসীরা দেখে, এটা যেন অন্যরকম। কেমন যেন গুড বয় টাইপের চিতাবাঘ!

চিতাবাঘের এমন হাবভাব দেখে এগিয়ে আসে গ্রামবাসীরা। এরপর তার সঙ্গে রীতিমতো খেলতে শুরু করেন গ্রামবাসীরা। একেবারে যেন বাড়ির বিড়াল কুকুরের মতো। তার সঙ্গে সেলফিও তোলেন অনেকে। ভাবা যায়! হিংস্রতার নামগন্ধ নেই।

এদিকে বনদফতরের কাছে খবর যায়। বনদফতর কোনওরকমে সেই চিতাবাঘটিকে উদ্ধার করে জঙ্গলে ফেরানোর উদ্যোগ নেয়। একটি ভ্যানে তাকে পুরে ফেলা হয়। ঠিক কী হয়েছিল ঘটনাটি?

 

সূত্রের খবর, মঙ্গলবার দুপুর ১টা নাগাদ জঙ্গল থেকে চিতাবাঘটা বেরিয়ে ইকলেরা গ্রামে ঢুকে পড়ে। এদিকে ভরদুপুরবেলা গ্রামে চিতাবাঘ দেখে একেবারে ভিড়মি খাওয়ার জোগাড়। লোকজন জড়ো হয়ে যায়। কিন্তু চিতাবাঘটিতে দেখে কেমন যেন অন্যরকম মনে হয় গ্রামবাসীদের। কেমন যেন শান্ত ভদ্র বলে মনে হচ্ছে।

এরপর গ্রামবাসীরা এক এক করে তার দিকে এগিয়ে যায়। তারা চিতাবাঘটিকে ছুঁয়ে দেখেন। কিন্তু কাউকে কিছু করছে না। এরপর শুরু হয় সেলফি তোলার ধূম। চিতাবাঘের সঙ্গে সেলফি। এদিকে কয়েকজন আবার চিতাবাঘের পিঠেও চেপে পড়েন। তারা চিতাবাঘের পিঠে চেপে চাপড় মারতে শুরু করেন। এসবই ছবি ভিডিয়ো ভাইরাল হয়ে যায়। এটা দেখে তাজ্জব বনদফতর।

তারা দ্রুত গ্রামে ছুটে আসেন। এরপর তারা চিতাবাঘটিকে ধরে জঙ্গলে পাঠায়। কিন্তু কেন এমন করছিল চিতাবাঘটি? পশু চিকিৎসকরা জানিয়েছেন, আসলে প্রচুর খেয়ে ফেলেছিল চিতাবাঘটি। সেজন্য তার আর খিদে ছিল না। সেকারণে চোখের সামনে এত খাবার দেখেও সে খেতে চায়নি। একটু মস্তি করে নিল মানুষের সঙ্গে। এরপর ব্যাক টু জঙ্গল। তবে চিতাবাঘের এমন ভাবগতিক দেখে হতবাক বনদফতর। কারণ জঙ্গলের চিতাবাঘ আচমকা পোষ মেনে যাবে, এটা কিছুটা হলেও অস্বাভাবিক।

বন্ধ করুন