প্রিয়াঙ্কা দেব বর্মন
বছর ঘুরলেই ত্রিপুরায় বিধানসভা নির্বাচন। তার আগে কার্যত সমস্ত দলের হাতেই রয়েছে ৬ মাস সময়। এরই মধ্যে রাজনৈতিক পিচ প্রস্তুতি শুরু হয়ে গেল রাজ্যে। বিজেপির শরিক 'ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা' এবার 'টিআইপিআরএ মোথা' দলের একাধিক নেতা সঙ্গে হাত মিলিয়েছেন। উল্লেখ্য, 'টিআইপিআরএ মোথা' পার্টি ত্রিপপরার রাজপুত্র প্রদ্যোৎ দেব বর্মনের নেতৃত্বাধীন।
২০১৯ সালে কংগ্রেস ছেড়েছেন প্রদ্যোৎ দেববর্মন। তারপরই 'টিআইপিআরএ মোথা' পার্টি প্রতিষ্ঠা করেন তিনি। পার্টি প্রতিষ্ঠার ২ মাসের মধ্যেই ত্রিপুরা রাজ বংশের সন্তাব প্রদ্যোতের পার্টি রাজনৈতিক সাফল্য ছুঁতে শুরু করে। জেলা কাউন্সিলের ক্ষমতাতেও দেখা যায় পার্টিকে। উল্লেখ্য, পৃথক তিপরাল্যান্ডের দাবিতে বহু দিন ধরেই সরব 'টিআইপিআরএ মোথা'। আর সেই কারণেই স্থানীয় 'ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা'র নেতারা বিজেপির সঙ্গ ছেড়ে 'টিআইপিআরএ মোথা'র হাত ধরেছে, বলে জানিয়েছে। পাকিস্তানে পাচার হচ্ছিল ভারতের গোপন তথ্য! পুলিশের জালে ৩, জিজ্ঞাসাবাদ ২৩ জনকে
আইপিএফটির নেতারা জানিয়েছেন, আসন্ন সেপ্টেম্বরের মধ্যে দলের আরও নেতা 'টিআইপিআরএ মোথা'র সঙ্গে হাত মেলাবেন। জাানানো হয়েছে যেভাবে পৃথক তিপরাল্যান্ডের স্বপ্ন নিয়ে বিজেপির সঙ্গ নিয়েছিল আইপিএফটি, তার বাস্তবায়নের দিকে গতিপ্রকৃতি না এগোতেই এমন পদক্ষেপ। উল্লেখ্য, পৃথক রাজ্যের দাবিতে 'টিআইপিআরএ মোথা' একাই রাজনৈতিক লড়াই চালিয়ে যাচ্ছে। তারসঙ্গে আইপিএফটির একটা বড় অংশ যোগ দেওয়ায় ত্রিপুরার রাজনৈতিক অঙ্কে বেশ কিছু বদল দেখা যাবে বলে মনে করছেন অনেকে। প্রসঙ্গত, ত্রিপুরার ৬০ আসনের বিধানসভায় ৮ আসনে জয় পেয়েছে আইপিএফটি। সেই নিরিখে এই রাজনৈতিক পট পরিবর্তন কতটা প্রভাব ফেলবে তা নিয়ে রয়েছে জল্পনা।