
লাদাখে প্যাংগং লেকের নজরদারির জন্য অত্যাধুনিক নৌকার অর্ডার দিল ভারতীয় সেনা
১ মিনিটে পড়ুন . Updated: 01 Jan 2021, 10:44 PM IST- ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে গোয়া শিপইয়ার্ডকে ১২টি নৌকার বরাত দেওয়া হয়েছে।
লাদাখে এখনও অব্যাহত অচলাবস্থা। চিনের রক্তচক্ষুর জেরে হাজার হাজার ভারতীয় সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ঘাঁটি গেড়ে বসে আছেন। এবার প্যাংগং লেকে চিনের গতিবিধির ওপর নজরদারির জন্য অত্যাধুনিক প্যাট্রল বোট কেনার অর্ডার দিল ভারতীয় সেনা।
নববর্ষের প্রথম দিনেই দেশীয় একটি জাহাজ নির্মাণ কেন্দ্রকে এই অর্ডার দিয়েছে সেনা। আত্মনির্ভর ভারতের আওতায় ক্রমশ প্রতিরক্ষায় দেশীয় প্রযুক্তির ওপর জোর দেওয়া হচ্ছে। চলতি বছরেই সেনার হাতে এসে যাবে এই অত্যাধুনিক নৌকা।
ভারতীয় সেনার তরফ থেকে জানানো হয়েছে গোয়া শিপইয়ার্ডকে ১২টি নৌকার বরাত দেওয়া হয়েছে। মে মাস থেকে এই নৌকা তারা পাবে বলে জানানো হয়েছে। ভারত ও চিন, উভয়ই প্যাংগং লেকে নজরদারির জন্য নৌকা ব্যবহার করে।গত বছরই নৌসেনা অত্যাধুনিক নৌকা পাঠিয়েছে লাদাখে চিনের ভারী নৌকার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য। প্যাংগংয়ের দক্ষিণ ও উত্তর প্রান্ত গুরুত্বপূর্ণ স্থানে বর্তমানে অবস্থিত ভারতীয় সেনা। কিছুটা দূরে খাড়া আছে লাল ফৌজ। তবে প্যাংগং লেকের ওপর চিন কেমন কী করছে, তার ওপর কড়া নজর রাখার জন্য কয়েক মাসের মধ্যেই এসে যাবে অত্যাধুনিক নৌকা।