ইউক্রেন রাশিয়া সংঘাতের মধ্যেই যুদ্ধাপরাধের জেরে আন্তর্জাতিক আদালত শোনাল ভ্লাদিমির পুতিনকে ঘিরে চরম বার্তা। আন্তর্জাতিক অপরাধ আদালাত রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট বা আইসিসির তরফে শুক্রবার এক বিজ্ঞাপ্তি প্রকাশ করে একথা জানানো হয়েছে।
আইসিসি তার এক বিবৃতিতে জানিয়েছে, ইউক্রেনে রুশ দখলের আওতাধীন জায়গা থেকে শিশুদের বেআইনিভাবে রাশিয়ায় সরিয়ে নিয়েছে পুতিনের শিবির। পুতিন এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছেন বলে সন্দেহ করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। রুশ প্রেসিডেন্টের কার্যালয়ে কর্মরত, মারিয়া আলেকসেইয়েভানা লভোভা বেলোভার বিরুদ্ধেও জারি করা হয়েছে এই গ্রেফতারি পরোয়ানা। শিশু পাচার নিয়ে তাঁর বিরুদ্ধেও রয়েছে একই অভিযোগ।
উল্লেখ্য, গত বছর ফেব্রুয়ারি মাস থেকে ইউক্রেনে রুশ হামলা শুরু হয়। সেই যুদ্ধ এখনও অব্যাহত। ক্রমাগত ইউক্রেনের একাধিক এলাকায় ক্ষেপনাস্ত্র বর্ষণ করে চলেছে রাশিয়া। সদ্য সেই ঘটনায় ঝাপোরঝিয়ায় বিদ্যু সংযোগ বিপর্যস্ত হয়। ইউরোপের সবচেয়ে ব় পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে এই হামলার ঘটনা যুদ্ধের প্রথম থেকেই শুরু করেছিল পুতিনের রাশিয়া। তবে সদ্য রুশ হামলায় সেই পরম্পরা আরও বেশি ধ্বংসাত্মক রূপ নেয়। ( 'মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে' দেখে ক্ষুব্ধ নরওয়ের রাষ্ট্রদূত! কী লিখলেন টুইটে)
এদিকে, সদ্য পুতিনের বিরুদ্ধে জারি হওয়া এক গ্রেফতারি পরোয়ানা নিয়ে সেভাবে আমল দিতে নারাজ রাশিয়া। রাশিয়ার তরফে মারিয়া জাখারোভা বলেন, ‘আন্তর্জাতিক অপরাধ আদালতের এই সিদ্ধান্তের কোনও মানে নেই আমাদের দেশের জন্য। বিশেষত আইনত দিক থেকেও নেই।’ রাশিয়া বলছে, পরোয়ানা জারির বেশি কিছু করতে পারবে না আইসিসি। কারোর চুক্তিবদ্ধ দেশগুলি ছাড়া অন্য কোথাও এই বিষয়টি কার্যকরি হবে না।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup