বাংলা নিউজ > ঘরে বাইরে > Arvind Kejriwal on MCD Poll: ‘... ভোট দেবেন না’ দিল্লি পুরনিগমের নির্বাচন শুরু হতেই বার্তা কেজরির, কী বললেন AAP নেতা?

Arvind Kejriwal on MCD Poll: ‘... ভোট দেবেন না’ দিল্লি পুরনিগমের নির্বাচন শুরু হতেই বার্তা কেজরির, কী বললেন AAP নেতা?

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।  (PTI)

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লি পুরনিগমে যোগ্য ভোটারের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৩৫৮। মোট ১৩৪৯ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হচ্ছে আজ।

আজ সকালেই শুরু হয়েছে দিল্লি পুরনিগম নির্বাচন। নির্বাচন শুরু হতেই দিল্লিবাসীর উদ্দেশে বিশেষ বার্তা দেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। কেজরি এক টুইট বার্তায় কেজরি লেখেন, ‘সৎ দলকে ভোট দিন। যারা আন্তরিক এবং সুন্দর, তাদের ভোট দিন। যারা গুন্ডামি করে তাদের ভোট দেবেন না। যারা দিল্লিতে আবর্জনা ছড়ায় তাদের ভোট দেবেন না। যারা শহর পরিষ্কার করবে তাদের ভোট দিন। যারা কাজ করবেন তাদের ভোট দিন। যারা উন্নয়নে বাধা দেবে না, তাদের ভোট দিন।’

এদিকে কেজরিকে খোঁচা দিয়ে বিজেপি সাংসদ পরবেশ ভর্মার পালটা দাবি, বিজেপি দিল্লি পুরনিগমে বোর্ড গঠন করবে। তিনি টুইট বার্তায় লেখেন, ‘গোয়া, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে সরকার গঠনের দাবি কেরছিল আম আদমি পার্টি। কিন্তু মানুষ জানে তাদের মিথ্যা বলার অভ্যাস আছে। কোভিডের সময়, আম আদমি পার্টির কাউকে জনগণের জন্য কাজ করতে দেখা যায়নি। শুধু এমসিডি কর্মীরা মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। আমরা এমসিডি নির্বাচনে ২৫০-র মধ্যে ২১০টি আসন পেতে চলেছি।’

উল্লেখ্য, ১৯৫৮ সালে গঠিত হয়েছিল দিল্লি পুরনিগম। একদশক আগে সেই পুরনিগম তিনভাগে খণ্ডিত হয়েছিল। তবে ২০২২ সালের ফের একবার জুড়ে যায় তিনটি পুরনিগম। ফের ২৫০ ওয়ার্ড বিশিষ্ট অবিভক্ত দিল্লি পুরনিগম গঠিত হয়। আজ সেই পুরনিগমের নির্বাচন। আম আদমি পার্টি এবং বিজেপির কাছে অগ্নিপরীক্ষা। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দিল্লি পুরনিগমে যোগ্য ভোটারের সংখ্যা ১ কোটি ৪৫ লাখ ৫ হাজার ৩৫৮। মোট ১৩৪৯ জন প্রার্থীর ভাগ্যনির্ধারণ হচ্ছে আজ।

দিল্লি পুরনিগমের বাৎসরিক বাজেটের পরিমাণ ১৫,২০০ কোটি টাকা। পুরনিগমের মোট কর্মী সংখ্যা প্রায় দেড় লক্ষ। আজ ১৩,৬৩৮টি বুথে ভোটগ্রহণ পর্ব চলবে। আগামী ৭ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে দিল্লি পুর নির্বাচনের। বিগত ১৫ বছর ধরে দিল্লির পুরনিগম দখলে রয়েছে বিজেপির। এই আবহে এই পুরনিগমে নিজেদের দখলে রাখতে হেভিওয়েট মন্ত্রীদের প্রচারে নামিয়েছিল গেরুয়া শিবির। অপরদিকে আম আদমি পার্টির হয়ে দিল্লি চষে বেরিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির উন্নয়নের উদ্দেশে একাধিক প্রতিশ্রুতি দিয়েছে দুই দলই।

বন্ধ করুন