বাংলা নিউজ > ঘরে বাইরে > Asaduddin Owaisi: নূপুরকে আগামী লোকসভা ভোটের প্রার্থী করা হলেও অবাক হবো না: ওয়াইসি

Asaduddin Owaisi: নূপুরকে আগামী লোকসভা ভোটের প্রার্থী করা হলেও অবাক হবো না: ওয়াইসি

মিম প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। (ANI) (HT_PRINT)

নবী হযরত মহম্মদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এর পরে ২০২২ সালের জুন মাসে তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে আসাদউদ্দিন ওয়াইসি মনে করেন নবকে দরখাস্ত করা নুপুরকে বরখাস্ত করা হলেও তাঁকে কাজে লাগাতে চাইছে বিজেপি।

অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমীন (মিম) নেতা এবং সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি বিতর্কিত নেত্রী নুপুর শর্মা প্রসঙ্গে বিজেপিকে আক্রমণ করলেন। আগামী লোকসভা নির্বাচনে বিজেপি তাঁকে কাজে লাগাবে বলে মনে করছেন আসাদউদ্দিন। বিজেপির বরখাস্ত হওয়া ওই নেত্রী আগামী লোকসভা নির্বাচনে দিল্লি থেকে প্রতিদ্বন্দ্বিতা করলেও তিনি অবাক হবেন না বলে মন্তব্য করলেন।

নবী হযরত মহম্মদের বিরুদ্ধে মন্তব্য করে বিতর্কে জড়িয়ে ছিলেন বিজেপির প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মা। এর পরে ২০২২ সালের জুন মাসে তাঁকে দল থেকে বরখাস্ত করা হয়েছিল। তবে আসাদউদ্দিন ওয়াইসি মনে করেন নবকে দরখাস্ত করা নূপুরকে বরখাস্ত করা হলেও তাঁকে কাজে লাগাতে চাইছে বিজেপি। ফলে নির্বাচনের সময় যখন হবে তখন বিজেপি তাঁকে আবার ব্যবহার করবে। তিনি বলেন, ‘নূপুরকে নির্বাচনের প্রচারের কাজে লাগানো হবে। এমনকী লোকসভা নির্বাচনে তাঁকে প্রার্থী করা হলেও আমি অবাক হবো না।’

উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের পরেই নূপুর শর্মা বিরুদ্ধে দেশ ও বিদেশে সমালোচনার ঝড় উঠেছিল। এরপরেই রসায়নবিদ উমেশ কোলহেকে খুনের ঘটনায় বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে হিংসা ছড়িয়ে পরে। উদয়পুরে একজনের শিরশ্ছেদ করা হয়। এর নিন্দা করেন ওয়াইস। তিনি বলেন, ‘আমি এই ধরনের ঘটনার বিরুদ্ধে। আমি প্রকাশ্যে এর নিন্দা জানায়। এই ধরনের ঘটনা হিংসাকে উস্কে দেয়। আমি হিংসার বিরুদ্ধে।’ অন্যদিকে, নূপুর শর্মা কখনও ক্ষমা চাননি বলেই মন্তব্য করেন ওআইসি। তিনি বলেন, ‘উনি কখন ক্ষমা চেয়েছিলেন? তিনি এটি অস্বীকার করেছিলেন। কিন্তু ক্ষমা চাননি, স্পষ্টভাবে ক্ষমা চাননি।’

বন্ধ করুন