নীল আধার কার্ড: কাদের নিতে হবে? কেন নিতে হবে? জানুন আবেদন প্রক্রিয়া
1 মিনিটে পড়ুন . Updated: 08 Oct 2021, 11:10 AM IST- ২০১৮ সালে এই কার্ড চালু করে কেন্দ্রীয় সরকার। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে সেভাবে সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়নি।
বর্তমানে সব কাজেই আধার কার্ড আবশ্যিক। এমনকি শিশুদের স্কুলে ভর্তির ক্ষেত্রেও কখনও কখনও এটি চাওয়া হচ্ছে। তাই তাদের জন্যও রয়েছে আধার নিবন্ধিকরণের ব্যবস্থা।
বাল আধার
শিশুদের জন্য নীল রঙের আলাদা কার্ড রয়েছে। এটি 'বাল আধার কার্ড' নামে পরিচিত। ২০১৮ সালে এই কার্ড চালু করে কেন্দ্রীয় সরকার। তবে এখনও পর্যন্ত এ বিষয়ে সেভাবে সাধারণ মানুষের মধ্যে প্রচার হয়নি।
লাগবে না বায়োমেট্রিক
পাঁচ বছরের কম বয়সি শিশুরা একটি নীল রঙের বাল আধার কার্ড পাবে। তবে পাঁচ বছর পেরিয়ে গেলে সেই কার্ড অচল হয়ে যাবে। তখন বায়োমেট্রিক আপডেট করতে হবে। অর্থাত্ বাল আধার কার্ডে বায়োমেট্রিকের প্রয়োজন নেই।
তবে পাঁচ বছর পেরিয়ে গেলে আধার কেন্দ্রে গিয়ে ছবি তোলা, রেটিনা স্ক্যান ও হাতের ছাপ দিতে হবে।
কীভাবে আবেদন করবেন?
>>> UIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। সেখানে আধার কার্ড রেজিস্ট্রেশনের লিঙ্কে যেতে হবে।
>>> সেখানে শিশুর নাম, মা/বাবার মোবাইল নম্বর, ইমেল আইডি ইত্যাদি দিতে হবে।
>>> ফর্ম ভরে Fix Appointment-এ ক্লিক করতে হবে।
অনলাইনে সমস্যা হলে স্থানীয় আধার কেন্দ্রেও যোগাযোগ করতে পারেন।