
শেষ সব আশা, ১১ দিন পর উদ্ধার ভেঙে পড়া মিগ-২৯কে'র পাইলটের
১ মিনিটে পড়ুন . Updated: 07 Dec 2020, 04:51 PM IST- গত ২৬ নভেম্বর আরব সাগরে ভেঙে পড়েছিল মিগ-২৯কে ট্রেনার বিমান।
যত সময় পার হচ্ছিল, তত আশঙ্কা বাড়ছিল। তারমধ্যেও সামান্য একটা আশা ছিল। কিন্তু সোমবার সেই আশাও শেষ হয়ে গেল। আরব সাগর থেকে উদ্ধার করা হল মিগ-২৯কে ট্রেনার বিমানের পাইলট কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ। ভারতীয় নৌবাহিনীর আধিকারিকদের উদ্ধৃত করে একথা জানিয়েছে সংবাদসংস্থা এএনআই।
গত ২৬ নভেম্বর বিকেল পাঁচটা নাগাদ আইএনএস বিক্রমাদিত্য থেকে মিগ-২৯কে ট্রেনার বিমান নিয়ে উড়েছিলেন দুই পাইলট। রুটিন চক্করের সময় আরব সাগরে ভেঙে পড়েছিল দুই আসন-বিশিষ্ট রাশিয়ান বিমানটি। সেদিন এক পাইলটকে উদ্ধার করা গেলেও খোঁজ মেলেনি কমান্ডার নিশান্তের। তিনদিন পর ল্যান্ডিং গিয়ার, ফুয়েল ট্যাঙ্ক ইঞ্জিন-সহ ভেঙে পড়া বিমানের কয়েকটি যন্ত্রাংশ চিহ্নিত করা হয়েছিল। কিন্তু কমান্ডার নিশান্তের খোঁজ মিলছিল না।
সেই দুর্ঘটনার ১১ দিন পর আরব সাগরে কমান্ডার নিশান্তের মৃতদেহ উদ্ধার পাওয়া গিয়েছে। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে, সমুদ্রগর্ভের প্রায় ৭০ মিটার নীচে কমান্ডার নিশান্ত সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। লাগাতার তল্লাশির পর গোয়া উপকূলের ৩০ মাইল দূরে তাঁর দেহ পাওয়া গিয়েছে।