বাংলা নিউজ > ঘরে বাইরে > ‘Bye Bye Sir’, ভাইরাল ৩ শব্দের ইস্তফাপত্র!আরও উদ্ভট লেটার দেখাল নেট দুনিয়া

‘Bye Bye Sir’, ভাইরাল ৩ শব্দের ইস্তফাপত্র!আরও উদ্ভট লেটার দেখাল নেট দুনিয়া

সেই ভাইরাল হওয়া ইস্তফাপত্র। (ছবি সৌজন্যে, টুইটার @ikaveri)

'Bye Bye Sir'- সেই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এক ব্যক্তি আবার হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'গত সপ্তাহে আমি একটা পেয়েছিলাম। যা আরও ছোটো। মাইনে পাওয়ার একদিন পরে হোয়্যাটসঅ্যাপের পাঠিয়েছিল।' সেই চ্যাটে লেখা ছিল, ‘সুপ্রভাত স্যার। আমি ছেড়ে দিচ্ছি।’

‘Bye Bye Sir’ (বাই বাই স্যার) - সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেল তিন শব্দের ইস্তফাপত্র। তাতে হেসে কুটোপাটি খেলেন নেটিজেনরা। কেউ কেউ তো আরও উদ্ভট ইস্তফাপত্রের ছবি পোস্ট করলেন।

আরও পড়ুন: Brahmastra trailer: দুর্দান্ত VFX, রণবীর-আলিয়ার রসায়ন নজরকাড়া; ঝলকেই বাজিমাত 'ব্রহ্মাস্ত্র'র

মঙ্গলবার টুইটারে একটি ছবি পোস্ট করেন কাবেরী গণপতি আহুজা (@ikaveri)। ছবিতে ছোট্ট ইস্তফাপত্র ছিল। আর পাঁচটা 'রেজিগনেশন লেটার'-র মতোই লেখা ছিল 'ডিয়ার স্যার'। বিষয় হিসেবে 'ইস্তফাপত্র' লেখা ছিল। তারপরেই ‘Bye Bye Sir’ (বাই বাই স্যার) লিখে সই করা ছিল ওই ইস্তফাপত্রে। ওই ছবির সঙ্গে কাবেরী লেখেন, ‘ছোটো এবং মিষ্টি।’ তবে সেই ইস্তফাপত্র কে দিয়েছিলেন, তা স্পষ্ট নয়।

সেই ইস্তফাপত্র সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। স্থপতিবিদ শমিত মানচন্দা হোয়্যাটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট পোস্ট করে লেখেন, 'গত সপ্তাহে আমি একটা (এরকম ধাঁচের ইস্তফাপত্র) পেয়েছিলাম। যা আরও ছোটো। মাইনে পাওয়ার একদিন পরে হোয়্যাটসঅ্যাপে এটা পাঠিয়েছিল।' সেই চ্যাটে লেখা ছিল, ‘সুপ্রভাত স্যার। আমি ছেড়ে দিচ্ছি।’

অপর এক নেটিজেন লেখেন, 'দীর্ঘদিন আগে আমিও এরকম ধরণের লিখেছিলাম। সেটা এতটাই বাজে ছিল যে লোকটা সেটার উত্তরও দেননি।' একইসুরে এক নেটিজেন বলেন, 'আমার প্রতিবেশীর অফিসেও এরকম একটা ঘটনা হয়েছিল। অ্যাকাউন্টেন্ট একটি চিঠি পাঠিয়ে জানিয়েছিলেন যে আমি ইস্তফা দিচ্ছি। নীচে স্বাক্ষর করে রেখেছিলেন।'

বন্ধ করুন
Live Score