সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন বা সিবিএসই এবার স্কুলগুলিকে কড়া নির্দেশ দিয়ে জানিয়ে গিল যে দশমের বোর্ডের পরীক্ষার ফলাফলের জন্যে যে নীতি নির্ধারণ করা হয়েছে, তা মেনেই মূল্যায়নের মার্কস পাঠাতে হবে। কোনও ভাবে যদি পড়ুয়াদের মার্কস বাড়িয়ে বোর্ডে পাঠানো হয়, সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
করোনা আবহে দশম এবং দ্বাদশের বোর্ড পরীক্ষা ইতিমধ্যেই বাতিল করেছে সিবিএসই। বোর্ডের তরফে জানানো হয় যে দশমের ফলাফল নির্ধারণ করতে ইউনিট টেস্ট, মধ্য বার্ষিক পরীক্ষা এবং প্রি টেস্টের ফল দেখা হবে। মূল্যায়নের জন্যে স্কুলগুলির কাছে এই মার্কস চেয়ে পাঠিয়েছে বোর্ড। তবে বোর্ডের আশঙ্কা, পড়ুয়াদের মার্কস বাড়িয়ে পাঠাতে পারে স্কুলগুলি। তাই বোর্ড নির্দেশ দিয়ে জানিয়েছে, ২০২১ সালে স্কুলগুলির পাঠানো মার্কস যেন গত তিন শিক্ষাবর্ষে তাদের গড় মার্কসকে ছাপিয়ে না যায়। উল্লেখ্য, পশ্চিমবঙ্গেও মাধ্যমিকের ক্ষেত্রে এই সমস্যার সম্মুখীন হতে হয়েছে রাজ্য বোর্ডকে।
এদিন সিবিএসই-র তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে, যেসব স্কুল নিয়মমাফিক মার্কস পাঠায়নি বা ইচ্ছে করে পড়িয়াদের বেশি মার্কস পাঠিয়েছে, তাদের আরও একটি সুযোগ দেওয়া হচ্ছে বিষয়টি ঠিক করে নেওয়ার জন্যে। এদিকে অনেক স্কুল এখনও মার্কস জমাও করেনি। অনলাইন পোর্টালেই এই সংশোধন করা যাবে বলে জানিয়েছে বোর্ড। আগামী শনিবার পর্যন্ত এই পোর্টালটি খোলা থাকবে। এদিকে নিয়ম ভঙ্গ হয়ে থাকলে সংশ্লিষ্ট স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে বোর্ড। এদিকে বেশ কয়েকটি স্কুলের অভিযোগ, সিবিএসই-র দেওয়া রেফারেন্সের ভিত্তিতে দেওয়া ফর্মুলা খুব বিভ্রান্তিকর।