বাংলা নিউজ > ঘরে বাইরে > কোথা থেকে ছাড়বে, সময়সূচি ও স্টপেজ - দেখে নিন বিশেষ ট্রেনের যাবতীয় তথ্য

কোথা থেকে ছাড়বে, সময়সূচি ও স্টপেজ - দেখে নিন বিশেষ ট্রেনের যাবতীয় তথ্য

পরিষেবা শুরুর আগে সাফসুতরো করা হচ্ছে হাওড়া স্টেশন (ছবি সৌজন্য রয়টার্স)

হাওড়া-নয়াদিল্লি বিশেষ ট্রেন যাত্রাপথে ছ'টি স্টেশন দাঁড়াবে।

কখন ও কোথা থেকে কোন ট্রেন ছাড়বে, তা নিয়ে সকাল থেকেই জল্পনা চলছিল। সোশ্যাল মিডিয়াজুড়ে ভুয়ো সময়সূচিও ছড়িয়ে পড়েছিল। পরে বিকেলের দিকে ১৫ জোড়া বিশেষ ট্রেনের বিস্তারিত তালিকা প্রকাশ রেল।

দেখে নিন সেই বিস্তারিত সময়সূচি :

১) ১২ মে (মঙ্গলবার) বিকেল ৫ টা ৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে একটি বিশেষ এসি ট্রেন। পরদিন সকাল ১০ টায় সেটি নয়াদিল্লিতে পৌঁছাবে।

বুধবার অর্থাৎ ১৩ মে দিল্লি থেকে বিকেল ৪ টে ৫৫ মিনিট ছাড়বে। পরদিন সকাল ৯ টা ৫৫ মিনিটে সেটি হাওড়ায় আসবে। 

কবে ট্রেন ছাড়বে : দুটি ট্রেনই প্রতিদিন চলবে।

স্টপেজ : ছ'টি স্টেশনে থামবে। সেগুলি হল - আসানসোল, ধানবাদ, গয়া জংশন, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন এবং কানপুর সেন্ট্রাল।

২) নয়াদিল্লি থেকে ডিব্রুগড়গামী প্রথম ট্রেনটি ছাড়বে ১২ মে বিকেল ৪ টে ৪৫ মিনিটে। তৃতীয় দিন সকাল ৭ টায় সেটি ডিব্রুগড় পৌঁছাবে। 

অন্যদিকে ১৪ মে অর্থাৎ বৃহস্পতিবার রাত ৯ টা ১০ মিনিটে ডিব্রুগড় থেকে ছাড়বে একটি ট্রেন। সেটি নয়াদিল্লি পৌঁছাবে তৃতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে।

কবে ট্রেন ছাড়বে : দুটি ট্রেনই প্রতিদিন চলবে। 

স্টপেজ : ট্রেন দুটি দাঁড়াবে ডিমাপুর, লুমডিং, গুয়াহাটি জংশন, কোকরাঝাড়, মারিয়ানি, নিউ জলপাইগুড়ি, কাটিহার জংশন, বারাউনি জংশন, দানাপুর, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন, প্রয়াগরাজ জংশন এবং কানপুর সেন্ট্রালে।

ট্রেনগুলির রুটম্যাপ (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)
ট্রেনগুলির রুটম্যাপ (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)

৩) আগামী ১৮ মে সন্ধ্যা ৭ টার সময় আগরতলা থেকে ছাড়বে ট্রেন। সেটি তৃতীয় দিন সকাল ১১টা ২০ মিনিটে নয়াদিল্লি পৌঁছাবে। 

আগামী ২০ মে নয়াদিল্লি থেকে সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটে ছাড়বে ট্রেন। আগরতলা পৌঁছাবে তৃতীয় দিন দুপুর ১ টা ৩০ মিনিটে। 

কবে ট্রেন ছাড়বে : দুটি ট্রেনই সাপ্তাহিক। আগরতলা থেকে ট্রেন ছাড়বে প্রতি সোমবার। নয়াদিল্লি থেকে প্রতি বুধবার আগরতলাগামী ট্রেন ছাড়বে। 

স্টপেজ : বদরপুর, গুয়াহাটি, কোকরাঝাড়, নিউ জলপাইগুড়ি, কাটিহার জংশন, বারাউনি জংশন, পাটলিপুত্র পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রাল।

৪) বুধবার অর্থাৎ ১৩ মে সকাল ১০ টায় ভুবনেশ্বর থেকে ট্রেন ছাড়বে। পরদিন সকাল ১০ টা ৪৫ মিনিটে তা নয়াদিল্লি পৌঁছাবে। 

বৃহস্পতিবার অর্থাৎ ১৪ মে নয়াদিল্লি থেকে বিকেল ৫ টা ৫ মিনিটে ট্রেন ছাড়বে। তা পরদিন বিকেল ৫ টা ২৫ মিনিটে ভুবনেশ্বর পৌঁছাবে।

কবে ট্রেন ছাড়বে : দুটি ট্রেনই প্রতিদিন চলবে।

স্টপেজ : বালাসোর, হিজলি (খড়্গপুর), টাটানগর, বোকারো স্টিল সিটি, গয়া, পণ্ডিত দিনদয়াল উপাধ্যায় জংশন এবং কানপুর সেন্ট্রাল।

বাকি ট্রেনের সময়গুলি দেখুন নীচের ফাইলে : 

প্রতিটি ট্রেনের ক্ষেত্রেই বিভিন্ন নিয়ম ও শর্ত মেনে চলতে হবে জানিয়েছে। যেমন - ট্রেন ছাড়া নির্ধারিত সময়ের ৯০ মিনিট আগে স্টেশন আসতে হবে। বাধ্যতামূলকভাবে ‘ফেস কভার’ বা মাস্ক পরতে হবে।

বন্ধ করুন