কোভিডের দাপট কিছুটা কমেছে। অনেকটাই আলগা হয়েছে বিধি। এসবের মধ্যেই শিশুদের নিয়ে বিশেষভাবে সতর্ক করল ন্যাশানাল ইনস্টিটিউট অফ ভাইরোলজি। এনআইভি পুনের ডিরেক্টর ডাঃ প্রিয়া আব্রাহাম জানিয়েছেন, ১২ বছরের নীচে যে শিশুর আগে থেকেই কোনও অসুখ রয়েছে তাদের কোভিড টিকা দেওয়ার জন্য চিহ্নিত করা দরকার।
সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, ‘আমাদের সুরক্ষার বিষয়টি হালকাভাবে নেওয়া উচিত নয়।সকলের কোভিড বিধি মেনে চলা দরকার। যেটুকু জানা যাচ্ছে শিশুদের সামান্য সংক্রমণ হয়।কিন্তু যারা হাইরিস্ক, যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগে থেকেই কম, আগে থেকেই জটিলতা রয়েছে তাদের বিষয়টি দেখা দরকার। তবে এই সংখ্যাটা অনেকটাই কম। আমার মতে ১২ বছরের নীচে সেই শিশুদের কোভিড টিকার আওতায় আনা দরকার।’
তাঁকে প্রশ্ন করা হয়েছিল শিশুদের কি মাস্ক পরা উচিত? তিনি বলেন, ‘সবসময় শিশুদের মাস্ক পরে থাকা বেশ সমস্যার। যদি তারা সংক্রামিতও হয় তবে তারাও উপসর্গহীন থাকে। কিন্তু সেই বাচ্চারা যদি আগে থেকেই অসুস্থ থাকে বা অসুস্থ বয়স্ক মানুষদের সঙ্গে যদি তারা থাকে তবে তারাও সংক্রামিত হতে পারে। সেক্ষেত্রে মাস্ক পরার ব্যাপারে শিশুদের শেখানো দরকার।’ বুস্টার ডোজ প্রসঙ্গে তিনি বলেন, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য বুস্টার ডোজ দেওয়া দরকার।’