বাংলা নিউজ > ঘরে বাইরে > Chhapra Hooch Tragedy: ছাপরায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনও আশঙ্কাজনক অনেকে

Chhapra Hooch Tragedy: ছাপরায় বিষমদ কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৫০, এখনও আশঙ্কাজনক অনেকে

ছাপরা বিষমদ কাণ্ডে মৃত্যুর সংখ্যা বাড়ল। ফাইল ছবি

মঙ্গলবার রাতে এই ঘটনার পর ইতিমধ্যেই এক পুলিশ অফিসার ও কনস্টেবলকে বরখাস্ত করেছে প্রশাসন। ২০১৬ সালের এপ্রিল থেকে বিহারে মদ ও মাদক নিষিদ্ধ করেছিলেন নীতীশ কুমার সরকার। তা সত্ত্বেও কীভাবে সেখানে মদ বিক্রি হচ্ছে? তা নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা।

বিহারের ছাপরায় বিষ মদকাণ্ডে তোলপাড় রাজ্য রাজনীতি। এরই মধ্যে সেখানে বিষ মদে মৃতের সংখ্যা আরও বাড়ল। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৫০ জন। গতকাল পর্যন্ত সংখ্যাটা ছিল ৩৯ জন। তবে সরান জেলায় হাসপাতালে চিকিৎসাধীন থাকা আরও ১১ জনের মৃত্যু হয়েছে। এখনও অনেকে ভর্তি রয়েছেন হাসপাতালে। যাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। ফলে আশঙ্কা করা হচ্ছে, বিহারে বিষমদকাণ্ডে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

মঙ্গলবার রাতে এই ঘটনার পর ইতিমধ্যেই এক পুলিশ অফিসার ও কনস্টেবলকে বরখাস্ত করেছে প্রশাসন। ২০১৬ সালের এপ্রিল থেকে বিহারে মদ ও মাদক নিষিদ্ধ করেছিলেন নীতীশ কুমার সরকার। তা সত্ত্বেও কীভাবে সেখানে মদ বিক্রি হচ্ছে? তা নিয়ে রাজ্য সরকারের ভূমিকায় প্রশ্ন তুলেছে বিরোধীরা। বৃহস্পতিবার রাজ্যসভায় বিষয়টি উত্থাপন করে তীব্র সমালোচনা করে বিজেপি। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ঘটনার পরেই দুঃখ প্রকাশ করেন। তিনি বলেছিলেন, ‘এটা দুঃখজনক ঘটনা। মোটেও ভালো হয়নি।’ একইসঙ্গে মদ নিষিদ্ধ থাকা নিয়ে তিনি বলেন, ‘মদে নিষেধাজ্ঞার ফলে বহু মানুষ উপকৃত হয়েছেন। বিপুল সংখ্যক মানুষ অ্যালকোহল ছেড়ে দিয়েছেন। এটা ভালো। বেশ কিছু মানুষ আনন্দের সঙ্গে এটা মেনে নিয়েছে।’ যারা বিষমদ কাণ্ডের জন্য দায়ী তাদের চিহ্নিত করে গ্রেফতারের নির্দেশ দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বিহারের আবগারি মন্ত্রী সুনীল কুমারও মৃত্যুর জন্য দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ‘এফআইআর পূরণের প্রক্রিয়া চলছে। আমি পুলিশ সুপারের সঙ্গে ফোনে কথা বলেছি। ওনাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছি।'

বন্ধ করুন