বাংলা নিউজ > ঘরে বাইরে > Delhi Hospital Fire: ভয়াবহ আগুন লাগল দিল্লির শিশু হাসপাতালে, কোনও ভাবে উদ্ধার করা হল ২০ সদ্যোজাতকে

Delhi Hospital Fire: ভয়াবহ আগুন লাগল দিল্লির শিশু হাসপাতালে, কোনও ভাবে উদ্ধার করা হল ২০ সদ্যোজাতকে

দিল্লির শিশু হাসপাতালে অগ্নিকাণ্ড

নয়াদিল্লির বৈশালী কলোনিতে একটি শিশু হাসপাতালে আগুন লেগে যায় ভোররাত নাগাদ। রাত দেড়টার দিকে ‘নিউ বর্ন চাইল্ড’ হাসপাতাল ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্তত ২০টি শিশুকে মারাত্মক আগুন থেকে উদ্ধার করে আনেন।

শুক্রবার সকাল সকাল ভয়ানক কাণ্ড রাজধানী দিল্লিতে। সেখানকার এক শিশু হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। জানা গিয়েছে, নয়াদিল্লির বৈশালী কলোনিতে একটি শিশু হাসপাতালে আগুন লেগে যায় ভোররাত নাগাদ। রাত দেড়টার দিকে নিউ বর্ন চাইল্ড হাসপাতাল ভবনে এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে অন্তত ২০টি শিশুকে মারাত্মক আগুন থেকে উদ্ধার করে আনেন। হাসপাতাল ভবনে আগুন নেভাতে অক্লান্ত পরিশ্রম করেছে নয়টির মতো অগ্নিনির্বাপক ইঞ্জিন। এদিকে হাসপাতালে আগুন লাগার কারণ এখনও নিশ্চিত ভাবে জানানো হয়নি। আগুন নিয়ন্ত্রণে এলে পরে এ নিয়ে তদন্ত করবে দমকল ও পুলিশ।

দিল্লি ফায়ার সার্ভিসের ডিরেক্টর অতুল গর্গ এই অগ্নিকাণ্ডের বিষয়ে সংবাদমাধ্যমকে বলেন, 'অগ্নিকাণ্ডে কেউ আহত হয়নি। ... নয়টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ২০ জন সদ্যোজাতকে উদ্ধার করা হয় অক্ষত অবস্থায়। সেই হাসপাতালে থেকে পরে সব শিশুকেই পশ্চিম দিল্লির চারটি ভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এর মধ্যে তিনজনকে ছেড়ে দেওয়া হয়েছে।'

তিনি জানান, রাত প্রায় ১টা ৩৫ মিনিট নাগাদ তাদের কাছে ফোন আসে যে বৈশালী কলোনিতে আগুন লেগেছে। একটি চারতলা বিল্ডিংয়ের দোতলায় রয়েছে শিশু হাসপাতালটি। এদিকে আগুন লাগার বিষয়ে দমকল প্রধান জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে বিল্ডিংয়ের বেসমেন্টে অবস্থিত একটি দোকানে প্রথম আগুন লেগেছিল। সেখান থেকেই ধোঁয়া শীঘ্রই হাসপাতালকে গ্রাস করে ফেলেছিল।

বন্ধ করুন