রেশন কার্ডের চেয়ে পাসপোর্ট পাওয়া সহজ। এমনই অভিযোগ করছেন আমজনতার একাংশ। রেশন কার্ড রিনিউ, নতুন রেশন কার্ড তৈরি, রেশন কার্ডে ইউনিট বৃদ্ধি ইত্যাদি কাজের জন্য প্রায় দশটি নথি প্রয়োজন বলে অভিযোগ তাঁদের।
রেশন কার্ডের জন্য বর্তমানে ঠিক কী কী প্রয়োজন?
নতুন রেশন কার্ডের আবেদন করতে নিম্নলিখিত নথিগুলি প্রয়োজন
- পরিবারের প্রধানের পাসপোর্ট সাইজের ছবি
- পুরনো রেশন কার্ড বাতিলের শংসাপত্র
- পরিবারের প্রধানের ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম এবং শেষ পৃষ্ঠার ফটোকপি
- গ্যাসের বইয়ের ফটোকপি
- পুরো পরিবার বা ইউনিটের আধার কার্ডের ফটোকপি
- সকল ইউনিটের জন্ম সনদ বা উচ্চ বিদ্যালয়ের সার্টিফিকেট বা ভোটার আইডি কার্ড বা প্যান কার্ডের ফটোকপি
- কাস্ট সার্টিফিকেট থাকলে (SC, ST, OBC) সেই নথির ফটোকপি
- বিশেষভাবে সক্ষমভোক্তাদের জন্য সার্টিফিকেটের ফটোকপি
- আয়ের প্রমাণের জন্য বেতন স্লিপ বা আয়কর রিটার্নের রসিদ, বা আয়ের শংসাপত্রের ফটোকপি
- ঠিকানা প্রমাণের জন্য সর্বশেষ বিদ্যুৎ-এর বিল/ সর্বশেষ জলের বিল/ গৃহ করের মধ্যে যে কোনও একটির ফটোকপি।
আমজনতার এক বৃহত্ অংশ এই বিপুল নথির বিষয়টি সামলে উঠতেই হিমশিম খাচ্ছেন। তবে, খাদ্য বন্টনের সঙ্গে যুক্ত উচ্চপদস্থ এক আধিকারিক জানান, ‘এক সময়ে রেশন নিয়ে দুর্নীতি তুঙ্গে ছিল। এখন ব্যবস্থা এমন করা হচ্ছে যাতে দেশে রেশন নিয়ে কোনও দুর্নীতি না থাকে। পরে বায়োমেট্রিকও যোগ করা হবে। সব পরিসংখ্যান থাকবে কেন্দ্রের হাতে। তাই একটু হয় তো কড়াকড়ি করা হচ্ছে।’