বাংলা নিউজ > ঘরে বাইরে > Trump Reinstated in Twitter: ‘জনমত’ মাথা পেতে নিলেন ইলন মাস্ক, টুইটারে প্রত্যাবর্তন ট্রাম্পের

Trump Reinstated in Twitter: ‘জনমত’ মাথা পেতে নিলেন ইলন মাস্ক, টুইটারে প্রত্যাবর্তন ট্রাম্পের

টুইটারে প্রত্যাবর্তন ট্রাম্পের (AFP)

শনিবার ইলন মাস্ক যে পোল শুরু করেন, তাতে ৪৮.২ শতাংশ মানুষ ভোট দাবি করেন যাতে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরানো না হয়। অন্যদিকে ৫১.৮ শতাংশ মানুষ জানায়, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া উচিত।

জনমত জানতে চেয়েছিলেন ইলন মাস্ক। সেই জনমতের ভিত্তিতেই নিলেন সিদ্ধান্ত। টুইটারে প্রত্যাবর্তন ঘটল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। ট্রাম্পকে টুইটাকে ফেরানো উচিত কি না, তা জানতে চেয়ে টুইটারে একটি ‘পোল’ চালু করেছিলেন মাস্ক। সেই ‘পোল’ অনুযায়ী, সিংহভাগ মানুষ চান যাতে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হয়। এই আবহে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্ট ফের সক্রিয় হল।

ট্রাম্প এক টুইট বার্তায় লেখেন, ‘আম জনতা নিজেদের মতামত প্রকাশ করেছেন। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হবে। ভক্স পপুলি, ভক্স ডেই (সাধারণ মানুষের কণ্ঠশ্বরে ঈশ্বরের ইচ্ছে প্রতিফলিত)।’ শনিবার ইলন মাস্ক যে পোল শুরু করেন, তাতে ৪৮.২ শতাংশ মানুষ ভোট দাবি করেন যাতে ডোনাল্ড ট্রাম্পের অ্যাকাউন্ট ফেরানো না হয়। অন্যদিকে ৫১.৮ শতাংশ মানুষ জানায়, ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া উচিত।

প্রসঙ্গত, ২০২০ সালের জানুয়ারিতে মার্কিন ক্যাপিটল হিলে হামলা চালিয়েছিল ট্রাম্প অনুগামীরা। সেই হামলায় উস্কানি দেওয়ার অভিযোগ উঠেছিল প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সময় উস্কানিমূলক টুইট করে ট্রাম্প দাবি করেছিলেন যে নির্বাচনের ফলাফল নিয়ে জালিয়াতি করা হয়েছে। ট্রাম্পের একাধিক টুইটকে ‘ফ্ল্যাগ’ করা হয়েছিল। পরে চিরতরে টুইটার থেকে নিষিদ্ধ করা হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। টুইটার থেকে নিষিদ্ধ হয়ে 'ট্রোথ' নামক নিজের একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম চালু করেছিলেন ট্রাম্প। তবে ইলন মাস্ক টুইটার কেনার ঘোষণা করার পর থেকেই ইঙ্গিত দিয়েছিলেন যে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া হতে পারে। শুধু ট্রাম্প নয়, একাধিক বিশিষ্ট ব্যক্তিদের নিষিদ্ধ হওয়া অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়ার ঘোষণা করেছেন মাস্ক।

বন্ধ করুন