বাংলা নিউজ > ঘরে বাইরে > Sex Video ভাইরাল করার ভয় দেখিয়ে বিপুল সম্পত্তি, অর্চনার বাড়িতে ইডির হানা

Sex Video ভাইরাল করার ভয় দেখিয়ে বিপুল সম্পত্তি, অর্চনার বাড়িতে ইডির হানা

অঞ্জনা নাগ ও তার স্বামী। হিন্দুস্তান টাইমস

তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখছে ইডি। কারা তাদের টাকা দিয়েছিলেন সেটাও দেখা হবে। এদিকে এই চারবছরে ওই দম্পতি একাধিক বাড়ি, গাড়ি, বাইক, খামারবাড়ি, দামি সম্পত্তি করে ফেলেছেন।

দেবব্রত মোহান্তি

সেক্স ভিডিয়ো ফাঁস করে দেওয়ার ভয় দেখিয়ে বিপুল টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল অর্চনা নাগ নামে এক মহিলার বিরুদ্ধে। এবার সেই অর্চনার অন্তত ৬টি সম্পত্তিতে হানা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৬ বছর বয়সী অর্চনার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইডি। তার স্বামী জগবন্ধু চন্দ. তাদের সঙ্গী খগেশ্বর পাত্র ও শ্রদ্ধাঞ্জলী বেহেরার বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। সিআরপিএফ ও পুলিশের সহায়তায় এই অভিযান।

প্রাথমিক তদন্তে দেখা যাচ্ছে ২০১৮-২০২২ এই চার বছরের মধ্যে প্রায় ৩০ কোটি টাকার সম্পত্তি করেছেন তারা। মূলত ক্ষমতাশালী, একাধিক প্রভাবশালী রাজনীতিবিদদের সেক্স ভিডিয়ো ভাইরাল করার হুমকি দিয়ে তারা বিপুল সম্পত্তি করেছেন বলে অভিযোগ। এবার কেন্দ্রীয় এজেন্সি খতিয়ে দেখছে কীভাবে ওই দম্পতি এই বিপুল সম্পত্তি করলেন।

এবার তাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট খতিয়ে দেখছে ইডি। কারা তাদের টাকা দিয়েছিলেন সেটাও দেখা হবে। এদিকে এই চারবছরে ওই দম্পতি একাধিক বাড়ি, গাড়ি, বাইক, খামারবাড়ি, দামি সম্পত্তি করে ফেলেছেন। কিন্তু এত বিপুল সম্পত্তি তারা করলেন কীভাবে? সেটাই জানার চেষ্টা করছেন ইডির তদন্তকারীরা।

বর্তমানে স্পেশাল জেলে বন্দি রয়েছেন ওই দম্পতি। এবার তাদের বিপুল সম্পত্তি ইডির নজরে। 

 

বন্ধ করুন