হিমাচলপ্রদেশে রাজ্যসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হয়ে ক্রস ভোট করা ছয় কংগ্রেস বিধায়ককে বিধানসভা থেকে অযোগ্য ঘোষণা করা হল। আজ হিমাচলের স্পিকার এই ঘোষণা করেন। আজ অযোগ্য ঘোষিত হওয়া বিধায়করা হলেন রজিন্দর রানা, সুধীর শর্মা, ইন্দর দত্ত লখনপাল, দেবিন্দর কুমার ভুটু, রবি ঠাকুর এবং চেতন্য শর্মা। এর আগে গতকাল এই ছয় কংগ্রেস বিধায়ককে তাঁদের 'সাহসিকতার' জন্য হাততালি দিয়ে স্বাগত জানিয়েছিলেন বিজেপি বিধায়করা। পরে বিজেপির ১৫ জন বিধায়কদের সাসপেন্ড করা হয়েছিল। (আরও পড়ুন: ভেঙেছিল স্বপ্ন, অবসাদে মাত্র ৩৮ বছর বয়সে নিজের প্রাণ দিলেন সফটওয়্যার সংস্থার CEO)
আরও পড়ুন: উত্তরকাশীর টানেলে উদ্ধারকাজে অংশ নেওয়া ব়্যাট হোল মাইনারের বাড়িতে চলল বুলডোজার!
উল্লেখ্য, রাজ্যসভার ভোটকে ঘিরে হিমাচলের রাজনীতিতে ঝড় বইতে শুরু করেছে। কংগ্রেসের একাধিক বিধায়ক 'বিদ্রোহ' ঘোষণা করেন মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখুর বিরুদ্ধে। এই আবহে এই পাহাড়ি রাজ্যে কংগ্রেস গদিচ্যুত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছিল। এই সবের মাঝেই হিচামলপ্রদেশের ৬ বারের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিংয়ের ছেলে বিক্রমাদিত্য সিং মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করেন গতকাল সকালে। বিক্রমাদিত্যর পদত্যাগে আরও চাপে পড়েন সুখু। পরে অবশ্য তিনি কংগ্রেসের পর্যবেক্ষকদের সঙ্গে দেখা করে পদত্যাগপত্র ফিরিয়ে নেন।
আরও পড়ুন: গুলি-মিসাইল তৈরির কারখানায় ৩০০০ কোটি বিনিয়োগ আদানির, মেটাবে দেশের ২৫% চাহিদা
এই সবের মাঝে আস্থা ভোটের দাবিতে রাজভবনে গিয়ে রাজ্যপাল শিবপ্রতাপ শুক্লার সঙ্গে দেখা করে এসিছেলন বিজেপির বিধায়করা। তাঁরা কংগ্রেস সরকারের বিরুদ্ধে আস্থা ভোটের দাবি জানান রাজ্যপালের কাছে। তবে বিধানসভায় রাজ্য বাজেট পাশ করিয়ে আপাতত নিজেদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করেছে কংগ্রেস। এরপরই হিমাচলে সরকার বাঁচাতে নিজেদের বিদ্রোহী বিধায়কদেরই ছেঁটে ফেলল কংগ্রেস।
প্রসঙ্গত, গতপরশু হিমাচলপ্রদেশে রাজ্যসভার একমাত্র আসনের নির্বাচনে টানটান উত্তেজনা দেখা যায়। উল্লেখ্য, ৬৮ আসন বিশিষ্ট হিমাচল বিধানসভায় সরকার পক্ষে ছিলেন ৪৩ জন বিধায়ক। এর মধ্যে কংগ্রেস বিধায়ক ছিলেন ৪০ জন, এবং নির্দল বিধায়ক ৩ জন। অপরদিকে বিজেপির বিধায়ক সংখ্যা হল ২৫। এই আবহে রাজ্যসভার একমাত্র আসনে কংগ্রেসের জয় নিশ্চিত ছিল অঙ্কের নিরিখে। তবে ক্রস ভোটিংয়ে হিমাচলের থেকে 'নিশ্চিত' রাজ্যসভা আসনটি হাতছাড়া হয় কংগ্রেসের। দাবি করা হচ্ছে, শাসক গোষ্ঠীর ৯ জন বিধায়ক বিজেপির প্রার্থীকে ভোট দিয়েছেন। প্রসঙ্গত, হিমাচল বিধানসভার 'ম্যাজিক ফিগার' হল ৩৫। তবে বর্তমানে ৬ কংগ্রেস বিধায়ককে অযোগ্য ঘোষণা করায় মোট বিধায়কের সংখ্যা নেমে এসেছে ৬২-তে। আর এই আবহে ম্যাজিক ফিগার হয়েছে ৩২। আর ৬ বিধায়ককে অযোগ্য ঘোষণার পর কংগ্রেসের বিধায়ক সংখ্যা কমে দাঁড়াল ৩৪-এ। ম্যাজিক ফিগারের থেকে ২ বেশি।