ভারতীয় বায়ুসেনাকে 'পার্শ্ব চরিত্র' বলে আখ্যা দিয়েছিলেন বলে আখ্যা দিয়েছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত। তাঁর এই মন্তব্যকে ভালো চোখে দেখলেন না বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। এয়ার চিফ মার্শাল এই প্রসঙ্গে বলেন, 'যেকোনও যুদ্ধের ক্ষেত্রেই বায়ুসেনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।'
উল্লেখ্য, গ্লোবাল টেররিজম কাউন্সিলের একটি সেমিনার আয়োজিত হয়। সেখানেই পৃথক সময়ে বক্তব্য রাখেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত এবং বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। সেখানেই জেনারেল বিপিন রাওয়াত বলেন, 'সেনার সহকারি ভূমিকায় রয়েছে বায়ুসেনা।'
এদিকে থিয়েটার কমান্ড ঘটন নিয়ে সন্দিহান ভারতীয় বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল রাকেশ কুমার সিং ভাদৌরিয়া। এই মডেলের গঠন নিয়ে এর আগেও সন্দেহ প্রকাশ করা হয়েছিল বায়ুসেনার তরফে। তারপরে চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত বিষয়টিকে হালকা ভাবে দেখানোর চেষ্টা করেন। কীভাবে থিয়েটার কমান্ড কাজ করবে তা নিয়ে বিশদে বলেন তিনি। পাশাপাশি কোনও বাহিনীকে সাইডলাইনে দাঁড় করিয়ে রাখা হবে না বলেও দাবি করেছিলেন সিডিএস রাওয়াত। তবে তা সত্ত্বেও বায়ুসেনা প্রধানের বক্তব্য, আগে পুরো মডেলটি সটিক ভাবে তৈরি করে থিয়েটার কমান্ড গঠনের দিকে ঝোঁকা উচিত।
বায়ুসেনা প্রধান দাবি করেন, থিয়েটার কমান্ড গঠনের বিপক্ষে তাঁরা নয়। তবে এর গঠনতন্ত্র ঠিক থাকতে হবে। তিনি বলেন, 'সিডিএস এর নিয়োগ একটি বড় পদক্ষেপ ছিল। এরপরে সামরিক ক্ষেত্রে সবথেকে বড় পদক্ষেপ হতে চলেছে থিয়েটার কমান্ড গঠন। আমরা থিয়েটার কমান্ড গঠনের পক্ষে। আমাদের যা সমস্যা রয়েছে, তা আমরা অভ্যন্তরীণ ভাবে জানিয়েছি।'