আধার কার্ড ও প্যান কার্ডের লিঙ্কিংয়ের ক্ষেত্রে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল কেন্দ্র। আয়কর দফতরের তরফে জানানো হয়েছে আগামী মার্চের (২০২৩ সালের ৩১ মার্চ) মধ্যে যদি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক (সংযুক্তিকরণ) না করেন, তাহলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান কার্ড।
শনিবার আয়কর দফতরের তরফে একটি অ্যাডভাইজরিতে বলা হয়েছে, '১৯৬১ সালের আয়কর আইন (Income Tax Act, 1961) অনুযায়ী, ছাড়প্রাপ্ত ক্যাটেগরি ছাড়া ২০২৩ সালের ৩১ মার্চের মধ্যে প্যান কার্ডধারী সকলকে বাধ্যতামূলকভাবে আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের সংযোগ করতে হবে। (আধার কার্ডের সঙ্গে) যে প্যান কার্ডগুলির সংযুক্তিকরণ হবে না, সেগুলি ২০২৩ সালের ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে।'
সেই পরিস্থিতিতে অবিলম্বে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণের পরামর্শ দিয়েছে কেন্দ্র। শনিবার একটি অ্যাডভাইজরিতে আয়কর দফতরের তরফে বলা হয়েছে, ‘যেটা বাধ্যতামূলক, সেটা প্রয়োজনীয়। দেরি করবেন না। আজই (আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের) লিঙ্ক করে ফেলুন।’
কীভাবে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করবেন?
১) আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টাল https://incometaxindiaefiling.gov.in/-তে যান।
২) যদি ইতিমধ্যে রেজিস্ট্রার না করেন, তাহলে রেজিস্ট্রার করতে হবে। আপনার প্যান কার্ড নম্বরই হল ইউজার আইডি।
৩) ইউজার আইডি, পাসওয়ার্ড এবং জন্মতারিখ দিয়ে লগইন করুন।
৪) একটি পপ-আপ উইন্ডো আসবে। যেখান থেকে প্যান কার্ডের সঙ্গে আধার কার্ডের সংযুক্তিকরণ করা যাবে। যদি সেটা না হয়, তাহলে মেনু বারে ‘Profile Settings’-তে যান। তারপর ‘Link Aadhaar’-তে ক্লিক করতে হবে।
৫) প্যান কার্ডে যে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী, আপনার জন্মতারিখ ও লিঙ্গের মতো তথ্য থাকবে।
৬) আপনার আধার কার্ডে যে তথ্য আছে, সেটার সঙ্গে প্যান কার্ডের তথ্য মিলিয়ে নিতে হবে। যদি কোনও ভুল থাকে, তাহলে প্যান কার্ড বা আধার কার্ডে সেই তথ্য ঠিক করতে হবে।
৭) যদি সব তথ্য মিলে যায়, তাহলে আপনার আধার নম্বর দিন এবং 'Link Now' অপশনে ক্লিক করুন।
৮) আপনার স্ক্রিনে একটি মেসেজ আসবে। তাতে লেখা থাকবে - 'Aadhaar has been successfully linked to your PAN'।
প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে কী কী সমস্যা হবে?
১) আয়কর রিটার্ন দাখিল করা যাবে না। যাঁরা ইতিমধ্যে আয়কর রিটার্ন দাখিল করেছেন, তাঁদের রিটার্নের প্রক্রিয়া আর এগোবে না। যে ব্যক্তিদের আয়কর রিটার্নে ত্রুটি আছে, তাঁরাও ভুল শোধরানো যাবে না বলে আয়কর দফতরের তরফে জানানো হয়েছে।
২) আয়কর দফতরের তরফে জানানো হয়েছে, ব্যাঙ্কিং কাজকর্ম এবং অন্যান্য আর্থিক কাজকর্ম সংক্রান্ত কাজে সমস্যার মুখে পড়তে হতে পারে। কারণ কেওয়াইসির ক্ষেত্রে প্যান কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়।
আরও পড়ুন: PAN কার্ডেই হয়ে যাবে সব কাজ! নয়া নিয়ম চালু করতে পারে কেন্দ্র
তবে আগামী বছরের ৩১ মার্চের মধ্যে আধার কার্ডের সঙ্গে সংযুক্তিকরণ না করলেও বিশেষ ক্ষেত্রে প্যান কার্ড নিষ্ক্রিয় হবে না। ২০১৭ সালের মে'তে কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে জারি করা একটি বিবৃতিতে জানানো হয়েছিল, যাঁরা অসম, জম্মু ও কাশ্মীর (বর্তমানে দুটি কেন্দ্রশাসিত অঞ্চল) এবং মেঘালয়ে থাকেন, তাঁদের ক্ষেত্রে সেই ছাড় দেওয়া হবে।