করোনাভাইরাস সংক্রমণের জেরে দেশের অর্থনৈতিক পরিস্থিতি সামলাতে বিশেষ টাস্ক ফোর্স গঠনের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাস্ক ফোর্সের নেতৃত্ব দেবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে ভাষণে প্রধানমন্ত্রী জানান, টাস্ক ফোর্সের কাজ হবে বাজারের সংশ্লিষ্ট মহলের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং তার ভিত্তিতে অর্থনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া।
এ দিন জাতির উদ্দেশে তাঁর বার্তায় আগামী ২২ মার্চ, রবিবার জনতা কারফিউ জারির আবেদনও করেন প্রধানমন্ত্রী। করোনাভাইরাসের বিরুদ্ধে জিততে ভারত তৈরি কি না, তা নির্ধারণ করবে স্বতঃপ্রোদিত এই কারফিউ, বলেন প্রধানমন্ত্রী।
সংকটে অযথা আতঙ্কিত না হয়ে সংযম পালনে জোর দিতে পরামর্শ দিয়েছেন নমো। সেই সঙ্গে দেশজুড়ে অচলাবস্থা জারির আশঙ্কায় বাড়িতে নিত্যপ্রয়োজনীয় পণ্য জড়োল করার প্রবণতাও ত্যাগ করার আর্জি জানিয়েছেন মোদী।