বাংলা নিউজ > ঘরে বাইরে > ১৯ মাস বন্ধ ছিল অতিমারিতে, ফের চালু ভারত- নেপাল বন্ধুত্বপূর্ণ বাস সার্ভিস

১৯ মাস বন্ধ ছিল অতিমারিতে, ফের চালু ভারত- নেপাল বন্ধুত্বপূর্ণ বাস সার্ভিস

ফের চালু হয়ে গেল ভারত নেপাল বাস সার্ভিস. (AP Photo/Niranjan Shrestha) (AP)

নেপাল থেকে অনেকে কাজ করতেও ভারতে আসেন। পাশাপাশি প্রচুর তীর্থযাত্রী নেপাল থেকে প্রতিবছর ভারতে আসেন।

অতিমারি পরি্স্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের চালু হল ইন্দো- নেপাল বাস সার্ভিস। এদিন ইউপি রোড ওয়েজের একটি বাস নেপালের মহেন্দ্রনগরে যায়। শনিবার সেখান থেকে  যাত্রী নিয়ে ফের ভারতে ফিরে আসে। বানবাসা চেকপোস্টের ইমিগ্রেশন অফিসার ইন্দ্র সিং বলেন, দীর্ঘদিন বন্ধ থাকার পর ইন্দো নেপাল বাস সার্ভিস চালু হয়েছে। এখনও পর্যন্ত ইউপি রোড ওয়েজ এটি চালু করেছে। নেপালিরা তাঁদের গন্তব্যে দ্রুত এবার পৌঁছতে পারবেন।

২০১৭ সালে দিল্লি ও দেরাদুন থেকে নেপালের মহেন্দ্রনগর পর্যন্ত বন্ধুত্বপূর্ণ বাস সার্ভিস চালু হয়েছিল।  উত্তরাখন্ডের বানবাসা হয়ে রোজ এই বাস যাতায়াত করত। তবে অতিমারি পরিস্থিতিতে গত ২৩শে মার্চ থেকে ২০২০ সাল থেকে এই বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। এদিতে অতিমারি পরিস্থিতির জেরেই সীমান্ত সিল করে দেওয়া হয়েছিল। এর জেরে বাস চলাচলও বন্ধ হয়ে যায়। এদিকে শহিদাবাদ ডিপোর বাসটি দিল্লি থেকে ২০জন যাত্রী নিয়ে নেপালে যায়। এরপর সেখান থেকে ৩৬জন যাত্রী নিয়ে ফিরে আসে। এদিকে নানাকারণে নেপাল ও ভারতের মধ্য়ে যাত্রীদের যাতায়াত হয়েই থাকে। নেপাল থেকে অনেকে কাজ করতেও ভারতে আসেন। পাশাপাশি প্রচুর তীর্থযাত্রী নেপাল থেকে প্রতিবছর ভারতে আসেন। 

 

বন্ধ করুন