স্যানিটারি প্যাড ব্যবহার বন্ধ করলের কেরলের এর্নাকুলাম জেলার কুম্বালাঙ্গি গ্রামের মহিলারা। এই গ্রামের মহিলাদের দাবি, দেশের প্রথম গ্রাম হিসেবে এখানে এখন সব নারী মেনস্ট্রুয়াল কাপ ব্যবহার করে। এর জন্য সেই গ্রামের প্রতিটি মহিলকে মেনস্ট্রুয়াল কাপ দেওয়া হয়েছে। পাঁচ হাজারেরও বেশি কাপ বিলি করা হয়েছে গ্রামে। সররারের তরফেও এই উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। এর জন্য স্বেচ্ছাসেবীদের দিয়ে প্রশিক্ষণও চলছে মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের।
এদিকে এই উদ্যোগের বিষয়টি উল্লেখ্য করে কেরলের রাজ্যপাল আরিফ মহম্মদ খান বলেন, ‘দেশের সব গ্রামের কাছে কুম্বালাঙ্গি একটি আদর্শ। আমাদের দেশের গ্রাম এগোলেই আমাদের দেশও এগোবে সার্বিক ভাবে।’ তিনি আবেদন জানান, নারী ক্ষমতায়নের জন্য এই ধরনের উদ্যোগ বা প্রকল্প গ্রহণ করা উচিত সব স্তরের প্রশাসনের। এর্নাকুলামের সাংসদ হিবি ইডেন দাবি করেন, কাপের ব্যবহারে গ্রামের মেয়েদের ব্যক্তিগত পরিচ্ছনতা বজায় থাকবে। এতে অসুস্থ হওয়ার সম্ভাবনা কম হবে।
জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই গ্রামটিকে স্যানিটারি প্যাড মুক্ত করার কাজ চলছিল। এর জন্য গ্রামের মেয়েদের মেনস্ট্রুয়াল কাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। উল্লেখ্য, মেনস্ট্রুয়াল কাপের ব্যবহারে পরিবেশ দূষণ অনেকটাই কমবে কুম্বালাঙ্গিতে। কারণ, মেয়েরা সাধারণত যেই সিন্থেটিক ন্যাপকিন ব্যবহার করেন তাতে পরিবেশের ক্ষতি হয়। গ্রামটিকে ন্যাপকিন মুক্ত করার জন্য চলা প্রকল্পটির নাম ‘আভালকাই’, অর্থ, মেয়ের জন্য।