বাংলা নিউজ > ঘরে বাইরে > Liquor in Stadium during IPL: এবারে IPL দেখতে দেখতে স্টেডিয়ামে বসে খাওয়া যাবে বিয়ার, নয়া পদক্ষেপ সরকারের

Liquor in Stadium during IPL: এবারে IPL দেখতে দেখতে স্টেডিয়ামে বসে খাওয়া যাবে বিয়ার, নয়া পদক্ষেপ সরকারের

আইপিএল-এর মতো ইভেন্টে স্টেডিয়ামে মদ বিক্রির অনুমতি দেবে তামিলনাড়ু সরকার। (PTI)

আইপিএল-এর মতো ইভেন্টে স্টেডিয়ামে মদ বিক্রির অনুমতি দেবে তামিলনাড়ু সরকার। এই আবহে সিএসকে-র ম্যাচ চলাকালীন হাতে বিয়ারের গ্লাস নিয়ে স্ট্যান্ডে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব AIADMK, BJP-র মতো বিরোধীরা।

সম্প্রতি তামিলনাড়ু সরকার একটি আইনে সংশোধন এনেছে যার ফলে এবার থেকে বিয়ে বাড়ি, স্টেডিয়াম, পার্টিতে মদ পরিবেশন করা যাবে। এর জন্য অবশ্য আগাম বিশেষ অনুমোদন নিতে হবে আয়োজকদের। এই আবহে জল্পনা তৈরি হয়েছে, এবার কি তবে আইপিএল-এর ম্যাচ দেখতে দেখতে এম এ চিদাম্বরম স্টেডিয়ামে বা আইএসএল দেখতে দেখতে চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে বিয়ারের গ্লাস হাতে বসা যাবে? উল্লেখ্য, সম্প্রতি সেরাজ্যের ডিএমকে সরকার 'তামিলনাড়ু লিকার (লাইসেন্স অ্যান্ড পার্মিট) রুলস, ১৯৮১'-এ বদল এনেছে। উল্লেখ্য, বিগ ব্যাশ লিগ বা লর্ডসের মাঠে টেস্ট ম্যাচ দেখতে দেখতে ক্রিকেটপ্রেমীরা সুরা পান করতে পারেন স্ট্যান্ডে বসেই। প্রিমিয়ার লিগ বা চ্যাম্পিয়ন্স লিগের মতো ফুটবল প্রতিযোগিতাতেও স্ট্যান্ডে বসে সুরা পান করা যায়। তবে ভারতে তা করা যায় না। তবে এবার থেকে তামিলনাড়ুতে মানুষজন খেলা দেখতে দেখতে স্টেডিয়ামেই সুরা পান করতে পারবেন। (আরও পড়ুন: অপেক্ষা ২৮ এপ্রিলের, ডিএ নিয়ে বড় খবর পেতে চলেছেন সরকারি কর্মীরা)

এদিকে সরকারের এই নয়া পদক্ষেপে বেজায় চটেছেন বিরোধীরা। এই প্রসঙ্গে এইআইএডিএমকে-র সাধারণ সম্পাদক ই পালানিস্বামী বলেন, এই পদক্ষেপ জনসাধারণ বিরোধী। এতে অপরাধের হার বৃদ্ধি পাবে। এদিকে পিএমকে নেতা কে বালু এই নিয়মের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। বিজেপির রাজ্য সভাপতি কে আন্নামালাই এই নিয়ম প্রত্যাহারের দাবি জানিয়েছেন সরকারের কাছে। আন্নামালাই অভিযোগ করেছেন, প্রতিবছর রাজ্যে মদের বিক্রি বাড়ানোর জন্য নয়া নয়া নীতি গ্রহণ করছে ডিএমকে। যদিও নির্বাচনী প্রচারের সময় তারা প্রতিশ্রুতি দিয়েছিল যে রাজ্যে মদ বিক্রি কমাতে পদক্ষেপ করবে তারা। আন্নামালাই টুইট বার্তায় এই বিষয়ে লেখেন, 'যেখানে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার হিমসিম খাচ্ছে, সেখানে ডিএমকে-র মালিকানাধীন মদের সংস্থাগুলির বিক্রি বাড়াতে এই সরকার পদক্ষেপ করছে। এতে সমাজের ওপর বিরূপ প্রভাব পড়বে।'

এদিকে এই নিয়ম ঘিরে বিতর্ক দেখা দিতেই তামিলনাড়ুর আবগারি মন্ত্রী জানান, বিয়ে বাড়িতে মদ পরিবেশনের অনুমোদন দেওয়া হবে না। তবে আইপিএল-এর মতো প্রতিযোগিতার ক্ষেত্রে মাঠে মদ পরিবেশনের অনুমতি দেওয়া হবে। কোনও পার্টির ক্ষেত্রে ব্যাঙ্কোয়েট হলেও মদ পরিবেশন করতে দেবে না সরকার। এদিকে এই নির্দেশের পর এএমএমকে প্রধান টিটিভি ধিনাকরণ দাবি করেন, সরকার যদি এই নির্দেশিকা প্রত্যাহার না করে তাহলে রাজ্য জুড়ে তাঁর দল প্রতিবাদ বিক্ষোভে শামিল হবে। তাঁর অভিযোগ, সরকারের আয় বাড়াতে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তাতে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। অপরাধের সংখ্যা অনেক বাড়বে। সমস্যায় পড়বেন সাধারণ মানুষ।

 

বন্ধ করুন