কেন্দ্র গতকালই ঘোষণা করে পেট্রলে লিটারপিছু ৫ টাকা এবং ডিজেলে লিটারপিছু ১০ টাকা কমিয়েছে কেন্দ্র। তারপরই বিভিন্ন বিজেপি শাসিত রাজ্যে জ্বালানির দামের উপর থেকে শুল্ক কমানোর ঘোষণা করা হয়েছে। এর জেরে একধাক্কায় অনেকটাই কমেছে পেট্রল-ডিজেলের দাম। তবে এরপরও কলকাতায় জ্বালানি তেলের দাম আকাশ ছোঁয়াই রয়ে গিয়েছে।
৪ নভেম্বর দিল্লিতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৮৬ টাকা ৬৭ পয়সা। মুম্বইতে পেট্রলের দাম লিটার প্রতি ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৪ টাকা ১৪ পয়সা। জয়পুরে পেট্রলের দাম লিটার প্রতি ১১১ টাকা ১০ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৫ টাকা ৭১ পয়সা। আর কলকাতায় পেট্রলের দাম লিটার প্রতি ১০৪ টাকা ৬৭ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৮৯ টাকা ৭৮ পয়সা।
তাছাড়া চেন্নাইতে পেট্রলের দাম লিটার প্রতি ১০১ টাকা ৪০ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯১ টাকা ৪৩ পয়সা। চণ্ডীগড়ে পেট্রলের দাম লিটার প্রতি ১০৩ টাকা ৯৭ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৮৬ টাকা ৬৭ পয়সা। ভূবনেশ্বরে পেট্রলের দাম লিটার প্রতি ১০৪ টাকা ৯১ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৪ টাকা ৫১ পয়সা। হায়দরাবাদে পেট্রলের দাম লিটার প্রতি ১০৮ টাকা ২০ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯১ টাকা ৪৩ পয়সা। ত্রিবন্দ্রমে পেট্রলের দাম লিটার প্রতি ১০৬ টাকা ৩৬ পয়সা। ডিজেলের দাম লিটার পিছু ৯৩ টাকা ৪৭ পয়সা।
এদিকে কেন্দ্রের কর ছাড়ের ঘোষণার পর অসম, ত্রিপুরা, মণিপুর, কর্নাটক, গোয়া, উত্তরপ্রদেশ, গুজরাত, হরিয়ানা, হিমাচলপ্রদেশ ও উত্তরাখণ্ডের সরকার ভ্যাট কমানোর ঘোষণা করে। গত কয়েকদিন ধরেই পেট্রল ও ডিজেলের দাম ঊর্ধ্বমুখী ছিল। এর জেরে নাভিশ্বাস উঠেছিল আমজনতার। এই আবহে দাম কমানোর দাবিতে সরব হয়েছিলেন বিরোধীরা। বিজেপিশাসিত রাজ্যগুলি আবার বাড়তি ছাড় দিয়ে চাপ বাড়াল বিরোধীদের উপরই।