বাংলা নিউজ > ঘরে বাইরে > Mahua Moitra on ‘Cash for Query’: 'আদানির বিরুদ্ধে কথা বলতে হিরানন্দানিকে টাকা দেব আমি', বিস্ফোরক মহুয়া

Mahua Moitra on ‘Cash for Query’: 'আদানির বিরুদ্ধে কথা বলতে হিরানন্দানিকে টাকা দেব আমি', বিস্ফোরক মহুয়া

মহুয়া মৈত্র  (PTI)

মহুয়া বলেন, ‘হিরানন্দানি যদি দেশবিরোধী হয়ে থাকেন তাহলে উত্তরপ্রদেশে তাঁকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে কেন? সেখানে ৩০ হাজার কোটি বিনিয়োগ করেছে সে।’ এর আগে মহুয়া জানান, তিনি হিরানন্দানির থেকে দুবাইয়ের লিপস্টিক, আইশ্যাডো, স্কার্ফের মতো মামুলি জিনিসই নিয়েছিলেন।

মহুয়া মৈত্রের বিরুদ্ধে 'টাকা নিয়ে সংসদে প্রশ্ন' করার অভিযোগ উঠেছে। এই আবহে নিজের বিরুদ্ধে ওঠ অভিযোগ উড়িয়েছেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। নিজের বক্তব্য জনসমক্ষে তুলে ধরতে সংবাদমাধ্যমকে পরপর সাক্ষাৎকার দিচ্ছেন মহুয়া। এমনই একটি সাক্ষাৎকারে গতকাল মহুয়া বলেন, 'আদানির বিরুদ্ধে কথা বলার জন্যে হিরানন্দানি আমাকে কী টাকা দেবে, আদানির বিরুদ্ধে কথা বলার জন্য হিরানন্দানিকেই টাকা দেব।' এদিকে মহুয়া বলেন, 'হিরানন্দানি যদি দেশবিরোধী হয়ে থাকেন তাহলে উত্তরপ্রদেশে তাঁকে ব্যবসা করতে দেওয়া হচ্ছে কেন? সেখানে ৩০ হাজার কোটি বিনিয়োগ করেছে সে।'

এর আগে মহুয়া জানান, তিনি হিরানন্দানির থেকে দুবাইয়ের লিপস্টিক, আইশ্যাডো, স্কার্ফের মতো মামুলি জিনিসই নিয়েছিলেন। মহুয়া বলেন, 'হিরানন্দানির কাছে আমার সাংসদ লগইন আইডি আছে। তবে এনআইসি লগইনের এমন কোনও নিময় নেই যে অন্য কাউকে তা দেওয়া যাবে না। সংসদের কাছে সেই সব প্রশ্ন আসে। কোনও সাংসদই নিজে সব প্রশ্ন করে না। তাঁর বৃহত্তর দলের কাছে এই আইডি থাকে। আমার বিরুদ্ধে অভিযোগ, আমি বিদেশিকে দিয়েছিল লগইন আইডি। হিরানন্দানি আমার বন্ধু ছিলেন। এবং তিনি ভারতীয়। তাঁর পাসপোর্ট ভারতীয়। আমি নিজে সুইৎজারল্যান্ডে থাকাকালীন লগইন করেছি। আমার দিদির সন্তান কেমব্রিজ থেকে লগইন করেছে। সেখানে আমার হয়ে সে প্রশ্ন টাইপ করে দিয়েছে। এনআইসি-র পোর্টাল যদি এতই সুরক্ষিত ছিল, তাহলে অন্য আইপি অ্যাডরেস থেকে লগইন করার ক্ষেত্রে তা ব্লক করে দেওয়া উচিত।'

এদিকে মহুয়ার যুক্তি, 'আমাকে দিয়ে এই প্রশ্ন করানোর কোনও প্রয়োজন ছিল না হিরানন্দানির। এগুলো তো আরটিআই দিয়েও করা যেত। আর প্রশ্ন পোস্ট করার সময় আমার ফোনে ওটিপি আসবে। তো অন্য কারও কাছে লগইন থাকলে শেষ পর্যন্ত আমি ওটিপি দিলেই তা পোস্ট হবে। আমি সব কিছু দেখে নিজেই প্রশ্ন লিখি। তাই আমার প্রশ্নের সংখ্যা মাত্র ৬১।' এরপর ঘুষ নেওয়ার অভিযোগের পরিপ্রেক্ষিতে মহুয়া বলেন, 'তারা আমাকে টাকা দিতে চেয়েছিল তার কোনও প্রমাণ নেই। আমি ২০০৮ সালে ব্যাঙ্কার ছিলাম। আমি ২ কোটি টাকার থেকে কয়েক গুণ আয় করতাম। সেই সব ছেড়ে আমি তৃণমূল স্তরে রাজনীতিতে প্রবেশ করেছিলাম। তাই আমি ২ কোটি টাকা নগদ নেব, এই অভিযোগ ভিত্তিহীন।'

উল্লেখ্য, এর আগে সিবিআই-এর কাছে মহুয়ার বিরুদ্ধে 'টাকা নিয়ে সংসদে প্রশ্ন' করার মামলায় অভিযোগ জানিয়েছিলেন মহুয়ার প্রাক্তন বন্ধু জয় অনন্ত দেহদরাই এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। এদিকে এই বিতর্ক নিয়ে হলফনামা দিয়েছেন শিল্পগোষ্ঠী হিরানন্দানির সিইও দর্শন হিরানন্দানি। তাতে আরও চাপে পড়েছেন মহুয়া মৈত্র। হলফনামায় হিরানন্দানি দাবি করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বদনাম করতে আদানি গ্রুপকে নিশানা করেছিলেন মহুয়া। আদানি গোষ্ঠীকে চাপে ফেলার মতো প্রশ্ন তৈরি করে দেওয়ার জন্য নাকি হিরানন্দানিকে সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন মহুয়া। হলফনামা অনুযায়ী, দর্শন হিরানন্দানির দাবি, আদানি গোষ্ঠীকে চাপে ফেলার মতো প্রশ্ন তৈরি করে দেওয়ার জন্য তাঁকে সংসদের লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়েছিলেন। পরিবর্তে তাঁর থেকে মহুয়া বিলাসবহুল জিনিসপত্র নিতেন। হিরানন্দানি দাবি করেছেন, খুব স্বল্প সময়ের মধ্যেই জাতীয় স্তরের রাজনীতিতে পরিচিত মুখ হয়ে ওঠার জন্য প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণ করার পথ বেছে নেন মহুয়া। কিন্তু স্বচ্ছ ভাবমূর্তির কারণে নীতি সংক্রান্ত বিষয়, প্রশাসনিক বিষয়ে মোদীকে আক্রমণের সুযোগ পাননি মহুয়া। সেজন্য আদানি গোষ্ঠীর মাধ্যমে মহুয়া প্রধানমন্ত্রী মোদীকে আক্রমণের পন্থা বেছে নেন।

হিরানন্দানি দাবি করেছেন, ২০১৭ সালে বঙ্গ বাণিজ্য সম্মেলনে মহুয়ার সঙ্গে প্রথম দেখা হয়েছিল তাঁর। সেইসময় বিধায়ক ছিলেন মহুয়া। ২০১৯ সালে সাংসদ হন মহুয়া। সেই সময় ব্যবসায়িক 'দ্বন্দ্ব' চলছিল আদানি এবং হিরানন্দনিদের মধ্যে। দর্শনের সংস্থার সঙ্গে চুক্তি না করে আদানি গোষ্ঠীর ধর্মা এলএনজির সঙ্গে চুক্তি করেছিল ইন্ডিয়ান অয়েল। এই আবহে আদানির বিরুদ্ধে প্রশ্নমালা তৈরি কে দেওয়ার জন্য দর্শনকে প্রস্তাব দিয়েছিলেন মহুয়া। এর জন্য তাঁকে সংসদের লগইন আইডি এবং পাসওয়ার্ড দিয়েছিলেন মহুয়া। হলফনামায় দাবি কর হয়, ক্রমেই মহুয়ার সঙ্গে হিরানন্দনির সম্পর্ক ভালো হতে থাকে। পরে তাঁর থেকে বিভিন্ন দাবি-দাওয়া করতে থাকেন মহুয়া। তাঁর ওপর নাকি মহুয়া চাপও সৃষ্টি করেছিলেন। এই আবহে মহুয়ার কথা মতো চলতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখন বিষয়টি নিয়ে রাজনৈতিক টানাপোড়েন শুরু হওয়ায় তিনি নিজে থেকেই মুখ খুলেছেন বলে দাবি করেছেন হিরানন্দানি।

ঘরে বাইরে খবর

Latest News

প্রচার শেষ না করেই বেরিয়ে গেলেন মাঝপথে, হল কী সায়নীর! রাখি সাওয়ান্তের জরায়ুতে টিউমার, ওঁর কি ক্যানসার হয়েছে! কী বলছেন চিকিৎসকরা? মার সাথে রাজধানীর ফার্স্ট ক্লাসে কাঞ্চন-জায়া শ্রীময়ী!৫ হাজারের টিকিটে এ কী খাবার নগ্ন হয়ে ঘুরছেন ঋষভ! তেলুগু ছবিতে পা, ন্যুডিটি নিয়ে ছুঁৎমার্গ নেই নায়কের বাড়িতে কোনদিকে বেদানা গাছ পোঁতা শুভ? লক্ষ্মীর কৃপায় অর্থভাগ্য তুঙ্গে রাখতে টিপস ময়নার বিজেপি নেতা খুনের তদন্ত করবে এনআইএ, রায় বহাল রাখল কলকাতা হাইকোর্ট Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত অসমের ডিটেনশন ক্যাম্প থেকে ১৭ বিদেশিকে দেশে পাঠান, কেন্দ্রকে সুপ্রিম নির্দেশ ‘তৃণমূলে থাকলেই ভাল, না থাকলে…’! অভিষেকের ‘খাঁচায় বন্দি’ মন্তব্যে অজুর্নের জবাব ১৮টার মধ্যে ১২টা আসন পাবে বিজেপি, সাংবাদিক বৈঠকে মেনে নিলেন সুকান্ত মজুমদার

Latest IPL News

Match Fixing-র অভিযোগ! ২ ভারতীয়ের পাসপোর্ট বাজেয়াপ্ত করতে বলল শ্রীলঙ্কার আদালত ভারতীয়রা ছিলেন রোহিতের পক্ষে, বিদেশিরা হার্দিকের- এটাই কি MI-এর ব্যর্থতার কারণ? অন্যদের কপাল পোড়াব! CSK-র সামনে সুযোগ আসার পরেই ভাইরাল প্রাক্তনী কারানের ভিডিয়ো কোহলি ভাইয়ার নেট সেশন দেখে পয়েন্ট করি- বিরাটের থেকে শেখেন কীভাবে,জানালেন পাতিদার দ্রাবিড়ের জায়গায় কি ভারতীয় দলের কোচ হবেন স্টিফেন ফ্লেমিং? কী বললেন CSK-র CEO? IPL-‘ও আমার কোচ নয়,বড় দাদা’, এক সময়ের ত্রাসকে নিয়ে বার্তা ইশান্ত শর্মার, ভিডিয়ো টিকিট কিনতে গিয়ে ৩ লক্ষ টাকার Online প্রতারণা! সাবধান, ভুলেও কখনও এমনটা করবেন না গম্ভীর, শ্রেয়স জুটির হাত ধরে অপেক্ষার অবসান, প্রথমবার আইপিএলের টেবিল টপার KKR CSK-র মেন্টাল কন্ডিশনিং কোচকে নিযুক্ত করে জয়ের ঠিকানা খুঁজতে চাইছে পাকিস্তান এই কারণে আমরা ম্যাচটা হারলাম- কাদের উপর হারের দায় চাপালেন সঞ্জু স্যামসন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.