বাংলা নিউজ > ঘরে বাইরে > Man Hitting Woman with helmet: বাইকে চড়তে অস্বীকার, মাঝরাস্তায় মহিলাকে হেলমেট দিয়ে মার ব্যক্তির, ভাইরাল ভিডিয়ো

Man Hitting Woman with helmet: বাইকে চড়তে অস্বীকার, মাঝরাস্তায় মহিলাকে হেলমেট দিয়ে মার ব্যক্তির, ভাইরাল ভিডিয়ো

বাইকে চড়তে অস্বীকার, মাঝরাস্তায় মহিলাকে হেলমেট দিয়ে মার ব্যক্তির

গুরুগ্রামের এসিপি জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে কমলের বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। এর জেরে গুরুগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

বাইকে চড়তে অস্বীকার করায় এক মহিলাকে হেলমেট দিয়ে আঘাত করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনার ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। এর জেরে গুরুগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে। হেলমেটের মার খাওয়া মহিলা গুরুতর জখম অবস্থায় এক হাসপাতালে ভরতি রয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গুরুগ্রামের এসিপি কে মনোজ নিউজ এজেন্সি এএনআইকে বলেছেন, 'কমল নামে এক ব্যক্তি এক মহিলাকে হেলমেট দিয়ে মারধর করে। সেই মহিলা তার সাথে তার বাইকে চড়তে অস্বীকার করেছিল। সেই মহিলা কমলের প্রতিবেশী বলে জানা গিয়েছে।'

ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, একটি অটোরিকশার পাশে একটি বাইক দাঁড়িয়ে। এক মহিলা বেরিয়ে আসেন সেই অটো থেকে৷ এদিকে দাঁড়িয়ে থাকা বাইকের পাশেই ছিলেন এক ব্যক্তি। মহিলার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পর লোকটি তার হেলমেট দিয়ে মহিলাকে আঘাত করে। এর জবাবে মহিলা তার হ্যান্ডব্যাগ দিয়ে পালটা আক্রণণের চেষ্টা করেন। তখন অটো চালক ঘটনায় হস্তক্ষেপ করেন। ঘটনাস্থলে পৌঁছে যায় আরও বেশ কয়েকজন। অভিযুক্ত কমলকে ধাক্কা মেরে সেই মহিলা থেকে দূরে সরিয়ে দেন সবাই। জানা গিয়েছে, কমলের হেলমেটের প্রহারে মাথায় গুরুতর চোট পেয়েছেন সেই মহিলা। তাঁকে হাসপাতালে ভরতি করা হয়। বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালেই রয়েছেন সেই মহিলা।

গুরুগ্রামের এসিপি জানিয়েছেন, ঘটনার প্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে কমলের বিরুদ্ধে। উল্লেখ্য, গুরুগ্রামের রাস্তা থেকে সম্প্রতি এক মহিলাকে অপহরণ করার চেষ্টা করা হয়েছিল। সেই ঘটনা নিয়ে তোলপাড় শুরু হয়েছিল। প্রশ্ন উঠেছিল গুরুগ্রামের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা ব্যবস্থা নিয়ে। আর এরই মধ্যে ফের গুরুগ্রামের রাস্তায় এই ধরনের এক ঘটনা সামনে এল।

বন্ধ করুন