মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে নির্দেশিকা দিয়েছিল মণিপুর হাইকোর্ট। সেই নির্দেশিকাকে ‘সম্পূর্ণ ও বাস্তবিকভাবে ভুল’ বলে আখ্যা দিল সুপ্রিম কোর্ট। মণিপুর হিংসা নিয়ে সুপ্রিম কোর্ট তার বার্তায় সাফ জানিয়েছে, মণিপুরের পরিস্থিতি নিয়ে ‘চোখ বন্ধ করে থাকতে পারে না প্রশাসন’। এদিক, মিজোরামের থেকে দিল্লি পৌঁছানো এক প্রতিনিধি দলকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সাফ বার্তায় বলেন, খুব শিগগিরই মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হবে।
মণিপুরের অগ্নিগর্ভ পরিস্থিতি নিয়ে একদিকে চলছে সুপ্রিম কোর্টে মামলা, অন্যদিকে, রাজনৈতিক মহলে তৎপরতা রয়েছে পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে। সদ্য দিল্লিতে অমিত শাহের সঙ্গে দেখা করে সেন্ট্রাল ইয়ং মিজো অ্যাসোসিয়েশনের সদস্যরা। তাঁদের অমিত শাহ জানিয়েছেন, খুব শিগগিরই মণিপুরের পরিস্থিতি স্বাভাবিক হবে। এদিকে, মণিপুরের ১০ বিধায়ক ইতিমধ্যেই অমিত শাহকে তাঁদের আশঙ্কার কথা দিল্লি গিয়ে জানিয়েছেন। তাঁদের মদ্যে ৭ জন বিধায়ক বিজেপির। তাঁরা চিন, কুকি, মিজো, জোমি, মার সম্প্রদায়ভূক্ত। আর তাঁরাই জানিয়েছেন, তাঁদের নিজেদের সম্প্রদায়ের জন্য আলাদা প্রশাসনের দাবি। এদিকে, সুপ্রিম কোর্টে এই রক্তক্ষয়ী হিংসা ঘিরে উঠেছে মামলা। সেখানে দেশের শীর্ষ আদালত জানিয়েছে, ‘আমাদের মণিপুর হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিতে হবে। এটি সম্পূর্ণভাবে বাস্তবিকভাবে ভুল। বিচারপতি মুরলীধরণকে তাঁর নির্দেশের ভুল সংশোধনের সময় দেওয়া হয়েছে, তবে তিনি তা করেননি। এবার আমাদের এই ইস্যুতে কড়া পদক্ষেপ করতে হবে।’ প্রসঙ্গত, মণিপুরে সংখ্যাগরিষ্ঠ মেইতি সম্প্রদায়কে তফসিলি উপজাতি মর্যাদা দেওয়ার বিষয়টি বিবেচনা করার জন্য কেন্দ্রকে নির্দেশিকা দিয়েছিল মণিপুর হাইকোর্ট। এই মেইতি সম্প্রদায়কে তফশিলি জাতিভূক্ত কারর প্রতিবাদে নামে কুকি সমেত নানান সম্প্রদায়ের মানুষ। অগ্নিগর্ভ পরিস্থিতি হয় মণিপুরে।
( '২১-২২এ আঞ্চলিক দলগুলির কাছে অজানা সূত্র থেকে এসেছে আয়ের অঙ্ক কত কোটি ছুঁয়েছে?)
এদিকে হিংসা ঘিরে মণিপুরের পরিস্থিতি নিয়েও বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট তার নির্দেশে বলেছে,'আইন শৃঙ্খলা রাজ্যের বিষয়। দেশের সুপ্রিম কোর্ট হিসাবে আমরা নিশ্চিত করছি যাতে রাজনৈতিক প্রশাসকরা চোখ বন্ধ করে থাকতে পারে না।' উল্লেখ্য, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন একটি বেঞ্চে ওঠে এই মামলা। যাতে রাজ্যে শান্তি ফেরে তাই রাজ্যের মুখ্যসচিব ও তাঁর পরামর্শদাতাকে যথাযথ পদক্ষেপ করার বার্তা দিয়েছে সুপ্রিম কোর্ট।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup