বাংলা নিউজ > ঘরে বাইরে > Mumbai: মায়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিল শিশু, পেছন থেকে তুলে নিল চিতাবাঘ

Mumbai: মায়ের সঙ্গে মন্দিরে যাচ্ছিল শিশু, পেছন থেকে তুলে নিল চিতাবাঘ

চিতাবাঘের হানায় মৃত্যু হয়েছে এক শিশুর। প্রতীকী ছবি (HT FIle Photo) (HT_PRINT)

এর আগে গত ৪ অক্টোবর, হিমাংশু যাদব বলে ৪ বছর বয়সী একটি শিশু চিতাবাঘের হানায় জখম হয়েছিল। সে করণদেব পাড়া এলাকার বাসিন্দা। গুরুতর জখম হয়েছিল সে। ফের চিতাবাঘের হানা। এদিকে আরে কলোনির কাছেই জঙ্গল রয়েছে। সেখান থেকে মাঝেমধ্যেই লেপার্ড বেরিয়ে পড়ে বলে খবর।

যোগেশ নায়েক

সোমবার ভোরে চিতাবাঘের হামলায় মৃত্যু হয়েছে ১৬ মাস বয়সী এক কন্য়া সন্তানের। মুম্বইয়ের আরে কলোনি এলাকার ঘটনা। হাসপাতালে ভর্তির আগেই মৃত্যু হয় তার।

সঞ্জয় গান্ধী ন্য়াশানাল পার্কের ডিরেক্টর জি মল্লিকার্জুন হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, ভোরবেলা ওই শিশুটির মা স্থানীয় মন্দিরের দিকে যাচ্ছিলেন। তখন বাচ্চাটাও তাঁর পেছনে যাচ্ছিল। এমন সময় চিতাবাঘটি ঝাঁপিয়ে পড়ে। স্থানীয়রা চিৎকার করে ওঠে। চিতাবাঘটি বাচ্চাটিকে ফেলে পালায়। এরপর ইতিকা নামে ওই মেয়েটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার ঘাড়ে গভীর ক্ষত তৈরি হয়েছিল। আতঙ্কে ও অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়়িয়েছে। ফাঁদ পেতে চিতাবাঘটিকে ধরার দাবি উঠতে শুরু করেছে। বনদফতর জানিয়েছে, ইতিকার শেষকৃত্যের পরে ফাঁদ পাতা হবে। রাউন্ড ফরেস্ট অফিসার নারায়ণ মানে জানিয়েছেন, সেভেন হিলস থেকে দেহটি নিয়ে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে। আত্মীয়দের হাতে দেহটি তুলে দেওয়া হবে।

এদিকে এর আগে গত ৪ অক্টোবর, হিমাংশু যাদব বলে ৪ বছর বয়সী একটি শিশু চিতাবাঘের হানায় জখম হয়েছিল। সে করণদেব পাড়া এলাকার বাসিন্দা। গুরুতর জখম হয়েছিল সে। ফের চিতাবাঘের হানা। এদিকে আরে কলোনির কাছেই জঙ্গল রয়েছে। সেখান থেকে মাঝেমধ্যেই লেপার্ড বেরিয়ে পড়ে বলে খবর।

বন্ধ করুন