বাংলা নিউজ > ঘরে বাইরে > Navy Commando dies: হাই ভোল্টেজ তারে আটকে গেল প্যারাসুট, মৃত্যু নেভির কমান্ডোর

Navy Commando dies: হাই ভোল্টেজ তারে আটকে গেল প্যারাসুট, মৃত্যু নেভির কমান্ডোর

নেভির অত্যন্ত এলিট গ্রুপ বলে পরিচিত MARCOS ফোর্স। নেভির একেবারে অসম সাহসী গ্রুপ। সেই গ্রুপেরই সদস্য ছিলেন অঙ্কুশ শর্মা। (ANI Photo) (SpokespersonNavy Twitter)

সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তিনি এয়ারক্রাফট থেকে প্যারাসুটের মাধ্য়মে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময় সম্ভবত তিনি হাই ভোল্টেজ তারটি খেয়াল করেননি। সেই তারেই জড়িয়ে যায় প্যারাসুটটি। তাতেই বড় বিপত্তি।

নেভির অত্যন্ত এলিট গ্রুপ বলে পরিচিত MARCOS ফোর্স। নেভির একেবারে অসম সাহসী গ্রুপ। সেই গ্রুপেরই সদস্য ছিলেন অঙ্কুশ শর্মা। বৃহস্পতিবার আগ্রার এয়ারবোর্ন ট্রেনিং স্কুলে মৃত্যু হয়েছে নৌসেনার ওই কমান্ডোর। অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা। অনুশীলনের সময় কোনওভাবে তাঁর প্যারাশুটটি হাই ভোল্টেজ বিদ্যুতের লাইনে আটকে যায়। আর তাতেই মৃত্যু হয় নৌসেনার কমান্ডোর। মৃত কমান্ডোর নাম অঙ্কুশ শর্মা।

এয়ারবোর্ন ট্রেনিং স্কুলে প্যারাট্রুপার হিসাবে ট্রেনিং নিচ্ছিলেন ওই কমান্ডো। তখনই ভয়াবহ দুর্ঘটনা। আগ্রা এয়ারফোর্স স্টেশনের মধ্য়েই এই স্কুলটি অবস্থিত। সূত্রের খবর, তিনি কাশ্মীরে পোস্টিং ছিলেন।

মালপুরা ড্রপ জোনে এই ঘটনা হয়েছে বলে খবর। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তিনি এয়ারক্রাফট থেকে প্যারাসুটের মাধ্য়মে ঝাঁপিয়ে পড়েন। কিন্তু ঝাঁপ দেওয়ার সময় সম্ভবত তিনি হাই ভোল্টেজ তারটি খেয়াল করেননি। সেই তারেই জড়িয়ে যায় প্যারাসুটটি। তাতেই বড় বিপত্তি।

এদিকে সেই তারের নীচে চাষের জমি ছিল। সেখানে কাজ করছিলেন কৃষকরা। তাঁরা এই ঘটনা দেখার পরেই দ্রুত পুলিশে খবর দেন। পুলিশ এসে তাঁকে উদ্ধার করে। এরপর স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় তাঁর।

আগ্রার এই এয়ারবোর্ন ট্রেনিং স্কুলে প্যারাট্রুপারদের ট্রেনিং দেওয়া হয়। মূলত সেনাদের এখানে ট্রেনিং হয়। হাজার হাজার কমান্ডো এখান থেকেই ট্রেনিং পেয়েছেন। ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি এখান থেকেই প্রশিক্ষণ নিয়েছিলেন। মালপুরা ড্রপ জোনে তিনি অন্তত ৫টি প্যারাশুট জাম্প করেছিলেন। টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের তিনি সাম্মানিক লেফটেনান্ট কর্নেল।

এদিকে গত মাসেও পশ্চিমবঙ্গে নেভির এক মেরিন কমান্ডো প্যারাসুট জাম্প করার সময় প্রাণ হারিয়েছিলেন। এবার একই ধরনের ঘটনা হল আগ্রায়। নেভির তরফ থেকে শোকাহত পরিবারকে সমবেদনা জানানো হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন