এমন কিছু বিষয় আছে, যার জন্য গুগলের উপর ভরসা না করাই ভালো। আসলে দোষটা গুগলের একেবারেই নয়। মানুষের গুগল সার্চের অভ্যাসেই প্রতারণার ফাঁদ পাতা হয়।
1/7এখনকার দিনে সব প্রশ্নেরই জবাব পেতে ভরসা Google। পড়াশোনার বিষয় হোক বা ব্রেকিং নিউজ, Google-এ লিখে সার্চ মারলেই মুশকিল আসান। কিন্তু এমন কিছু বিষয় আছে, যার জন্য গুগল-এর উপর ভরসা না করাই ভাল। আসলে দোষটা গুগলের একেবারেই নয়। মানুষের গুগল সার্চের অভ্যাসেই প্রতারণার ফাঁদ পাতা হয়। তাঁছাড়া অনেক ওয়েবসাইটে ভুয়ো তথ্যও থাকতে পারে। এর ফলে সর্বস্বান্ত পর্যন্ত হতে পারেন। জেনে রাখুন, কী কী বিষয়ে কখনও গুগল সার্চে উত্তর খুঁজবেন না। ছবি : রয়টার্স (Reuters)
2/7১. কাস্টমার কেয়ার নম্বর : ধরুন আপনি অনলাইন কোনও জিনিস কিনেছিলেন। সেটি রিটার্ন করায় রিফান্ড পাবেন। কিন্তু ২ দিন পরেও টাকা ফেরত পাননি। অথবা, ব্যাঙ্কের কোনও বিষয়ে উপভোক্তা সেবায় অভিযোগ জানাতে চান। এমন সময়ে কিন্তু ভুলেও গুগল করে সেই সংস্থার কাস্টমার কেয়ার নম্বর খুঁজতে যাবেন না। অনলাইন বিপণন সংস্থার আদলেই নকল ওয়েবসাইট খোলে প্রতারকরা। সেখানে থাকে ভুয়ো নম্বর। সেই নম্বরে ফোন করলেই পড়তে হবে ফাঁদে। সম্প্রতি এ ধরণের বেশ কিছু ঘটনা হয়েছে। ব্যাঙ্ক ডিটেলস জেনে নিয়ে চুরি করা হয়েছে টাকা। তাই Customer Care নম্বর কখনই গুগল করে খুঁজতে যাবেন না। ছবি : পিটিআই
3/7২. অ্যাপ ও সফটওয়্যার : অনেকেই বিভিন্ন অ্যাপ ও সফটওয়্যার সরাসরি গুগল সার্চ করে খোঁজেন। এমন কিছু অ্যাপও থাকে যা Google Play Store-এ থাকে না। কিন্তু অজানা সাইট থেকে .apk ফাইল ডাউনলোডের ক্ষেত্রে সবসময়েই ঝুঁকি থেকে যায়। অ্যাপের আকারে ডাউনলোড হতে পারে ম্যালওয়্যার। ইনস্টল করার সঙ্গে সঙ্গেই আপনার প্রাইভেসির দফারফা। স্মার্টফোনের বারোটাও বাজতে পারে। তাছাড়া কোনও অ্যাপের আদলে থাকতে পারে মিরর অ্যাপ। আপনার অজান্তেই ব্যাঙ্ক ডিটেলস হাতিয়ে নিতে পারে প্রতারকরা। ফাইল ছবি : ব্লুমবার্গ (Bloomberg)
4/7৩. শেয়ার বাজার, ট্রেডিং-এর বুদ্ধি : গুগল-এ এ সম্মন্ধে সার্চ করলেই অজস্র ওয়েবসাইট ভরা পরামর্শ পাবেন। কিন্তু নির্দিষ্ট ও নামী কিছু ওয়েবসাইট ছাড়া শেয়ার বাজার সংক্রান্ত বুদ্ধি না নেওয়াই শ্রেয়। একই সঙ্গে বিভিন্ন ভুঁইফোড় সংস্থা 'ট্রেডিং'-এর নাম করে প্রতারণার ফাঁদ পেতে থাকে। তাই এই বিষয়ে গুগল সার্চের উপর বেশি নির্ভর না করাই ভাল। ফাইল ছবি : পিটিআই (PTI)
5/7৪. ওষুধ ও চিকিত্সা : Google সার্চ ব্যবহার করে ডাক্তারি না করাই ভাল। টুকটাক পথ্য, প্রাথমিক চিকিত্সা ইত্যাদি দেখতেই পারেন। তবে কোনও নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকেই সেটা করবেন। শরীর খারাপের ক্ষেত্রে গুগল সার্চ করে কোনও ওয়েবসাইট দেখে ডাক্তারি করা মোটেও বিচক্ষণ কাজ নয়। গুগল-এ সার্চ করে হঠাৎ কোনও ওষুধ, সাপ্লিমেন্টও কেনা অনুচিত্। ফাইল ছবি : পিটিআই (PTI)
6/7৫. ভুয়ো ই-কমার্স ওয়েবসাইট : বর্তমানে এই ধরনের ভুয়ো ই-কমার্স ওয়েবসাইটের সংখ্যা অনেকটাই বেড়ে গিয়েছে। জনপ্রিয় ই-কমার্স সাইটের হুবহু আদলেই তৈরি হয় ভুয়ো ওয়েবসাইট। সেখানে থাকে অবিশ্বাস্য সব ডিসকাউন্ট। এই ধরনের সন্দেহজনক ডিসকাউন্ট দেখলেই সতর্ক হোন। ফাইল ছবি : ফ্লিপকার্ট
7/7৬. ব্যাঙ্কিং সংক্রান্ত যে কোনও লিঙ্ক : Google সার্চ করে কোনও ব্যাঙ্কের ওয়েবসাইটে ঢোকার আগে সাবধান। ডুপ্লিকেট ভুয়ো ওয়েবসাইট থেকে সর্বস্বান্ত হতে পারেন। তাই ব্যাঙ্কিং-এর ক্ষেত্রে অবশ্যই সরাসরি ব্রাউজারে ওয়েব অ্যাড্রেস টাইপ করে খুলুন। অথবা সেই ব্যাঙ্কেরই তৈরি অ্যাপ ব্যবহার করুন। অনলাইন লেনদেনের সময় থাকুন সতর্ক। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.