সড়কপথে সুরক্ষার প্রচার করত সম্প্রতি একটি বিজ্ঞাপন সম্প্রচার করা হচ্ছে। বিজ্ঞাপনে আছেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার। তবে এই বিজ্ঞাপন দেখে খেপে গিয়েছেন নেটিজেনরা। এর জেরে কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির উপর চটেছেন নেটিজেনরা। গাড়িতে ছয়টি এয়ারব্যাগের বিষয়ে প্রচার করতে সরকারের উদ্যোগে অক্ষয়ের এই বিজ্ঞাপন শুট করা হয়েছে। সেই বিজ্ঞাপন নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি। এরপরই কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই।
উল্লেখ্য, অক্ষয় কুমারের বিজ্ঞাপনে নাকি পণ প্রথার প্রচার করা হচ্ছে। এমনই অভিযোগ তুলেছেন বহু নেটিজেন। সরকারি বিজ্ঞাপনের প্রেক্ষাপট নিয়ে নাখুশ অনেকেই। এই আবহে সরাসরি মন্ত্রকের দায়িত্বে থাকা গডকরির উপরই রোষ আছড়ে পড়েছে আম জনতার। উল্লেখ্য, টাটা গোষ্ঠীর চেয়ারম্যান সাইরাস মিস্ত্রি সড়ক দুর্ঘটনায় মারা যাওয়ার পরই এই বিজ্ঞাপন তৈরি করা হয়।
বিজ্ঞাপনে দেখা গিয়েছে, একজন বাবা তাঁর মেয়েকে বিদায় দিচ্ছেন বিয়ের পর। সেই বাবার পাশে দাঁড়িয়ে আছেন পুলিশ রূপী অক্ষয় কুমার। তিনি সেই ব্যক্তিকে মনে করিয়ে দিচ্ছেন, দুটি এয়ারব্যাগের গাড়িতে মেয়ে-জামাইকে পাঠিয়ে ঠিক করেননি তিনি। এই বিজ্ঞাপনের সমালোচনা করেছেন শিবসেনা সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। তিনি দাবি করেন, ‘পণ প্রথার মতো অপরাধমূলক কাজের প্রচার করা হচ্ছে এই বিজ্ঞাপনে।’ এদিকে তৃণমূল কংগ্রেসের জাতীয় মুখপাত্র সাকেত গোখেলও এই বিজ্ঞাপনের সমালোচনা করেন। তিনি লেখেন, ‘ভারত সরকার আনুষ্ঠানিকভাবে পণ প্রথাকে প্রচার করতে দেখা বিরক্তিকর।’