বাংলা নিউজ > ঘরে বাইরে > ঘাটতি মেটাতে আরও কড়া কেন্দ্র, পুরোপুরি বন্ধ অক্সিজেনের বাণিজ্যিক ব্যবহার

ঘাটতি মেটাতে আরও কড়া কেন্দ্র, পুরোপুরি বন্ধ অক্সিজেনের বাণিজ্যিক ব্যবহার

ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই

এর আগে ৯টি ইনডাস্ট্রিকে অক্সিজেন ব্যবহার করার ছাড়পত্র দিয়েছিল কেন্দ্র।

করোনা আবহে অক্সিজেনের ঘাটতি মাথায় চিন্তার ভাঁজ ফেলেছে সব বিশেষজ্ঞের। এই অবস্থে বাণিজ্যিক ক্ষেত্রে অক্সিজেন ব্যবহারের উপর বিধিনিষেধ জারি করেছিল কেন্দ্র। তবে অর্থনীতিকে সচল রাখার স্বার্থে ৯টি ক্ষেত্রকে ছাড় দেওয়া হয়েছিল সেই তালিকা থেকে। তবে এবার অক্সিজেন যোগানের জন্য মরিয়া হয়ে ওঠা কেন্দ্র বাণিজ্যিক ক্ষেত্রে তরল অক্সিজেন ব্যবহারের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল। জানিয়ে দেওয়া হয়েছে উত্পাদিত অক্সিজেন পুরোটাই সরকারকে দিতে হবে এবং তা মেডিক্যাল ক্ষেত্রে ব্যবহার করা হবে।

উল্লেখ্য, দেশে অক্সিজেনের ঘাটতি মেটাতে একাধিক পদক্ষেপ নিয়েছে কেন্দ্র। এই আবহে শনিবারই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, করোনার ভ্যাকিসন ও অক্সিজেন আমদানির উপর কর ও হেল্থ সেসে আগামী তিন মাসের জন্য ছাড় দেওয়া হবে।

দিল্লি, মহারাষ্ট্র সহ একাধিক রাজ্যে অক্সিজেনের হাহাকার দেখা দিয়েছে। অক্সিজেনের জোগান চালু রাখতে মরিয়া হয়ে উঠেছে কেন্দ্র ও রাজ্য প্রশাসন। এই পরিস্থিতিতে বাইরে থেকে অক্সিজেন আমদানিও করা হচ্ছে।

এদিকে পরিস্থিতি মোকাবিলায় একাধিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী এরপর আজ দুপুরে টুইট করে তিনি জেলায় জেলায় অক্সিজেন প্ল্যান্ট তৈরি করার কথা জানিয়েছেন। তিনি লিখেছেন, প্রতি জেলায় অক্সিজেন প্ল্যান্ট হবে। যা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করবে। এটা খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। যা হাসপাতাল ও সাধারণ মানুষককে আরও বেশি পরিমাণে অক্সিজেন সরবরাহে সাহায্য করবে।

জানা গিয়েছে, পিএম কেয়ার ফান্ডের টাকায় ওই অক্সিজেন প্ল্যান্টগুলি বসানো হবে। চলতি বছরে ওই প্রকল্পের জন্য ২০১.৫৮ কোটি টাকা বরাদ্দ করা হবে। এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে দীর্ঘদিন অক্সিজেন সরবরাহে কোনও সমস্য়া হবে না। এই মুহূর্তে ৫৫১টি প্ল্যান্ট বসানোর কাজ চলবে বলে জানানো হয়েছে।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.