রেলের পরীক্ষায় বায়োমেট্রিকে ফাঁকি দিতে অভিনব পন্থা অবলম্বন করল ভুয়ো পরীক্ষার্থী ও চাকরি প্রার্থী। পরীক্ষায় পাশ করতে চাকরি প্রার্থীর বুড়ো আঙুলের চামড়া তুলে নিজের আঙুলে লাগলো ভুয়ো পরীক্ষার্থী। যদিও তা অবশ্য কাজে লাগেনি। গার্ডের তৎপরতায় অবশেষে ধরা পড়ে ওই ভুয়ো পরীক্ষার্থী। এছাড়াও চাকরি প্রার্থীকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি কর্নাটকের লক্ষ্মীপুরা থানা এলাকার।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত চাকরি প্রার্থীর নাম মুকেশ কুমার শম্ভুনাথ এবং ভুয়ো পরীক্ষার্থীর নাম রাজগুরু গুপ্তা। তারা দুজনেই বিহারের বাসিন্দা। রেলের আরসিসি প্রথম ধাপের পরীক্ষা দেওয়ার জন্য দুজনেই কর্ণাটকে গিয়েছিল। মুকেশর হয়ে রাজগুরু পরীক্ষা কেন্দ্রে ঢুকেছিল। কিন্তু, পরীক্ষকদের হাতে হাতে কোনওভাবেই ধরা না পড়ে তার জন্য মুকেশ নিজের বুড়ো আঙুলের চামড়া তুলে আঠা দিয়ে রাজগুরুর হাতে লাগিয়ে দেন। এরপর রাজগুরু পরীক্ষা কেন্দ্রে ঢোকেন। তবে করোনা বিধির কারণে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের হাতে জীবন মুক্ত করার জন্য স্যানিটাইজার দেওয়া হয়। তাতেই ঘটে বিপত্তি স্যানিটাইজারে হাত ঘষতে গিয়েই খুলে চলে আসে বুড়া আঙুলে আঠা দিয়ে লাগিয়ে রাখা চামড়া।
সঙ্গে সঙ্গে বিষয়টি চোখে পড়ে যায় গার্ডের। তারপর তিনি জিজ্ঞাসাবাদ করতেই আসল বিষয়টি জানতে পারেন। এরপর পরীক্ষা কেন্দ্রের আধিকারিকরা রাজগুরুকে জিজ্ঞাসাবাদ করে চাকরিপ্রার্থীকেউ ধরে ফেলেন। পরে দুজনকেই পুলিশের হাতে তুলে দেন তারা। ধৃতদের স্থানীয় আদালতে তোলা হলে তাদের তিনদিনের পুলিশকে নির্দেশ দিয়েছেন বিচারক।