HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > WB migrant worker murder: রুপো চুরির দায়ে বাংলার ২ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন গুজরাটে, আটক মালিক সহ ৭

WB migrant worker murder: রুপো চুরির দায়ে বাংলার ২ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন গুজরাটে, আটক মালিক সহ ৭

শুক্রবার কারখানার ওই দুই শ্রমিককে অচেতন অবস্থায় পড়ে থাকতে নিরাপত্তারক্ষী। তখনই তিনি ১০৮ নম্বর ডায়াল করে অ্যাম্বুলেন্সে খবর দেন। এখই সঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দুজনের শরীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।

দুই পরিযায়ী শ্রমিককে খুনের অভিযোগ। প্রতীকী ছবি

রুপো চুরির অভিযোগে বাংলার ২ পরিযায়ী শ্রমিককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল গুজরাটে। মৃতদের নাম হল রাহুল শেখ (২৫) এবং মীনু শেখ (২৬)। ঘটনাটি ঘটেছে গুজরাটের রাজকোটের থোরালা এলাকায়। একটি রুপোর গহনা তৈরির কারখানায় কাজ করতেন দুজনে। সেই কারখানার মালিকসহ অন্যান্য কর্মীদের বিরুদ্ধে তাঁদের পিটিয়ে খুন করার অভিযোগ ঘটেছে। এই ঘটনায় পুলিশ কারখানার মালিক সাগর সাভালিয়া, ম্যানেজার বিপুল মোলিয়া এবং কারখানার কর্মচারী হিমালয় ও ধবল সহ ৭জনকে আটক করেছে। এছাড়াও, তন্ময় এবং প্রদীপ নামে আরও ২ ব্যক্তি ওই শ্রমিকদের কারখানার কাজে লাগিয়েছিলেন। তাদেরকে আটক করেছিল পুলিশ, পাশাপাশি কারখানার নিরাপত্তারক্ষীকেও আটক করেছিল। তবে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: ওড়িশায় মৃত্যু বাংলার শ্রমিকের, আত্মহত্যা না খুন, এই নিয়ে ধন্ধ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার কারখানার ওই দুই শ্রমিককে অচেতন অবস্থায় পড়ে থাকতে নিরাপত্তারক্ষী। তখনই তিনি ১০৮ নম্বর ডায়াল করে অ্যাম্বুলেন্সে খবর দেন। একই সঙ্গে পুলিশকে ফোন করে বিষয়টি জানান। পরে পুলিশ গিয়ে তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। দুজনের শরীর আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, ওই কারখানায় সম্প্রতি ৩ কেজি রুপো উধাও ছিল। তখন কারখানায় কর্মরত ২৫ জন শ্রমিকের কাছে তল্লাশি চালায় ম্যানেজার এবং নিরাপত্তারক্ষীরা। সেই সময় রাহুলের কাছ থেকে ১০০ গ্রাম রুপো খুঁজে পান নিরাপত্তারক্ষীরা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে কাজ করার পর রাহুলের বাড়ি ফেরার কথা ছিল। তিনি চুরির কথা স্বীকার করে নেন। এরপরে জানান, বাড়িতে অর্থের প্রয়োজনীয়তার কারণে তিনি রুপো চুরি করেছিলেন। সঙ্গে জানান মীনুর সাহায্য নিয়ে ওই রূপো বাজারে বিক্রি করার পরিকল্পনা ছিল তাঁর। যদিও পুলিশ জানতে পেরেছেন মীনু ওই কারখানায় কাজ করতেন না।এরপর কারখানার মালিক রাহুলকে বলে  মীনুকে ডাকতে। এরপর তিনি সেখানে এলেই তাঁদের দুজনকে উপরের তলায় নিয়ে যাওয়া হয় । সেখানে তাঁদের কাঠ এবং প্লাস্টিকের লাঠি দিয়ে মারধর করা হয়। মারধরের ফলে তাঁরা অচেতন হয়ে পড়েন। নিরাপত্তারক্ষীর ঘরে তালা দিয়ে চলে যায়। সকালে অন্য এক নিরাপত্তাকর্মী ঘরটি খুললে দুজনকে মৃত অবস্থায় দেখতে পান। 

অভিযুক্ত পুলিশকে জানায় , রাহুলকে রুপো চুরির অভিযোগে ৭ মাস আগে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছিল। মালিকরা রুপোর ঘাটতি খুঁজে পেয়ে তাঁর উপর নজরদারি শুরু করে।  এই ঘটনার ১০ দিন আগে তাঁকে আবার নিয়োগ করা হয়েছিল।  পুলিশের ডেপুটি কমিশনার (জোন-১) এস ভি পারমার বলেন, ‘আমরা মামলাটি তদন্ত করছি এবং এই  খুনের সঙ্গে আরও শ্রমিক জড়িত কিনা তা জানার চেষ্টা করছি। আমরা সিসিটিভি ফুটেজ ইত্যাদির মতো প্রমাণও সংগ্রহ করছি। যার পরে আমরা একটি অপরাধের মামলা নথিভুক্ত করব।’

পরবর্তী খবর

Latest News

বয়স পেরিয়েছে ৫০, রাত দেড়টা পর্যন্ত অটো চালিয়ে সংসার সামলাচ্ছেন প্রৌঢ়া পরপর ফ্লপ, তবুও হাতে ৯টা ছবি! আগামীতে কী কী দেখতে পাবেন অক্ষয়ের ফ্যানরা? ‘আগামী দিনে আকাশ দীপই মুশকিল আসান হবে,সিরিজ জিতবে ভারতই’! ভবিষ্যদ্বাণী মহারাজের… ISL শুরুর ৩দিন আগেও চোট চিন্তায় মোহনবাগান! মুম্বই ম্যাচে নেই ম্যাকলারেন! মুনমুনের 'আমার দুর্গা' পাঠে চোখে জল কৌশিকীর, তবুও বিদ্রুপের শিকার আবৃত্তিকার!কেন ভিডিয়ো-বার্থ ডে পার্টিতে সিঙ্গার গিল-ড্যান্সার ইশান! উপভোগ করলেন শ্রেয়স-রাহুল… 'তোর বোনের সঙ্গে হলে কী করতিস?', RG করে বিক্ষোভের মুখে CBI, হল অশালীন আক্রমণও ‘কবির যদি টিবি না হয় তাহলে…’ হঠাৎ শ্রোতাদের বিদ্রুপ করে বিঁধলেন কেন শিলাজিৎ? Nations League- ইজরায়েলের মাঠে জয় ইতালির! আজ মুখোমুখি জার্মানি-নেদারল্যান্ডস! গো ব্যাক স্লোগান নিয়ে ফের মুখ খুললেন ঋতুপর্ণা, তুললেন আন্দোলন নিয়ে প্রশ্নও

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ