মহারাষ্ট্রে ৪ বছরের এক শিশুকে ধর্ষণ এবং নির্মমভাবে হত্যার ঘটনায় দোষীকে ফাঁসির সাজা দিয়েছিল আদালত। সুপ্রিম কোর্টও সেই সাজা বহাল রেখেছিল। এবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও অপরাধীর ক্ষমা প্রার্থনার আবেদন খারিজ করলেন। রাষ্ট্রপতির সচিবালয় গত ২৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছ থেকে এই বিষয়ে একটি সুপারিশ পেয়েছিল। গত ১০ এপ্রিল রাষ্ট্রপতির সচিবালয়ের তরফে বিবৃতি জারি করে অপরাধীর ক্ষমার আবেদন খারিজ করার বিষয়টি জানানো হয়।
জানা গিয়েছে, ওই দোষী ব্যক্তির নাম বসন্ত দুপার। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল ২০০৮ সালে। অভিযোগ ওঠে, ৪ বছরের এক শিশুকে ধর্ষণ করার পর পাথর দিয়ে থেঁতলে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। এরপরেই বসন্তকে গ্রেফতার করে পুলিশ। মামলা চলে নিম্ন আদালতে। অবশেষে ২০১৪ সালে মহারাষ্ট্রের নিম্ন আদালত বসন্তকে দোষী সাব্যস্ত করে ফাঁসির সাজা দেয় নিম্ন আদালত। পরে হাইকোর্টে আবেদন জানায় বসন্ত। সেখানেও তাকে খালি হাতে ফিরতে হয়। ফাঁসির সাজা বহাল রাখে বম্বে হাইকোর্ট। তারও পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় বসন্ত। কিন্তু সেখানেও তার আবেদন মঞ্জুর হয়নি। ২০১৭ সালের ৩ মে সুপ্রিম কোর্ট অপরাধীর ফাঁসির সাজা বহাল রাখে।মৃত্যুদণ্ড বহাল রাখার সময়, শীর্ষ আদালত বলেছিল যে একটি নাবালিকা মেয়ের ধর্ষণ করে যেভাবে হত্যা করা হয়েছিল তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। আদালত মামলার ঘটনার ক্রম উল্লেখ করে বলেছিল, দোষী শিশুর প্রতিবেশী ছিল। শিশুটিকে খাবারের লোভ দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করেছিল এবং তারপরে দুটি ভারী পাথর দিয়ে তাকে থেঁতলে খুন করেছিল।
অবশেষে গত ২৮ মার্চ রাষ্ট্রপতির কাছে সাজা মুকুবের আবেদন জানায় বসন্ত। সাধারণত, কোনও ফাঁসির সাজা সুপ্রিম কোর্টে বহাল থাকলে সেক্ষেত্রে রাষ্ট্রপতিই একমাত্র ফাঁসির সাজা রদ করতে পারেন। তবে রাষ্ট্রপতি তার ক্ষমা প্রার্থনা প্রত্যাখ্যান করায় এবার ফাঁসি হতে চলেছে ওই দোষীর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup