ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (ITBP)-এর একটি গান নেটিজেনদের হৃদয় জয় করেছে। অনেকেই বলছেন, ভিডিয়োটি জওয়ানদের জীবনের একটি আভাস দেয়।
যতদূর চোখ যায় শুধুই বরফ। তাঁরই মাঝে মাসের পর মাস কর্তব্য পালন করেন তাঁরা। আর সেখানেই প্রজাতন্ত্র দিবস উদযাপন। ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশ (ITBP)-এর একটি গান নেটিজেনদের হৃদয় জয় করেছে। অনেকেই বলছেন, ভিডিয়োটি জওয়ানদের জীবনের একটি আভাস দেয়।
ITBP তাদের অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে এই পোস্ট করেছে। কনস্টেবল লাভলি সিং-এর গাওয়া গানের দুটি লাইন দিয়ে পোস্ট করেন তাঁরা। #republicday2022, #republicday, এবং #Himveers হ্যাশট্যাগও যোগ করা হয়েছে।