বাংলা নিউজ > ঘরে বাইরে > SCO Summit Putin-Modi Meet: এবার বিনা ভিসায় ভারত থেকে যাওয়া যাবে রাশিয়া? মোদীর কাছে প্রস্তাব পুতিনের

SCO Summit Putin-Modi Meet: এবার বিনা ভিসায় ভারত থেকে যাওয়া যাবে রাশিয়া? মোদীর কাছে প্রস্তাব পুতিনের

প্রধানমন্ত্রী মোদী এবং ভ্লাদিমির পুতিন (ছবি পিটিআই) 

শুক্রবার শাংহাই কো-অপারেশন বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সেড়ে নেন প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পুতিনকে বলেছেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’ মোদীর এই বক্তব্যে সহমত পোষণ করে পুকিন নাকি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা হবে।

শাংহাই কো-অপারেশন অর্গনাইজেশনের বার্ষিক শীর্ষ সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই বৈঠকের সময়ই এক অভিনব প্রস্তাব উপস্থাপন করেন রুশ প্রেসিডেন্ট পুতিন। ভারতের সঙ্গে ভিসা-মুক্ত ভ্রমণের বিষয়টি উত্থাপন করেন তিনি।

শুক্রবার শাংহাই কো-অপারেশন বৈঠকের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠক সেড়ে নেন প্রধানমন্ত্রী মোদী এবং রুশ প্রেসিডেন্ট পুতিন। সেই বৈঠকে পুতিন জানান, ভারতের ঐতিহ্যশালী ইতিহাসের সঙ্গে রুশ জনগণের একটি যোগ রয়েছে। এই প্রেক্ষিতে পুতিন বলেন, ‘দুই দেশের মধ্যে ভিসা মুক্ত ভ্রমণের চুক্তি দ্রুত বাস্তবায়িত করার প্রস্তাব করছি আমরা।’

বৈঠকের সময় প্রধানমন্ত্রী মোদীও বলেন যে ভারত এবং রাশিয়ার মধ্যকার সম্পর্ক কয়েক দশকের। এদিকে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করার বিষয়ে রাশিয়া সাহায্য করায় প্রেসিডেন্ট পুতিনকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী মোদী।

এদিকে প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে বার্তা দেন পুতিন। তিনি বলেন, ‘আমি ভারতের মঙ্গল কামনা করতে চাই। আমি জানি যে আগামিকাল, আমার প্রিয় বন্ধুর (নরেন্দ্র মোদী) জন্মদিন। রাশিয়ার ঐতিহ্য অনুসারে আম আগাম অভিনন্দন জানাব না। তাই, আমি এখনই তা (মোদীকে জন্মদিনের শুভেচ্ছা জানানো) করতে পারছি না।’

পুতিন আরও বলেন, ‘তবে আমি আপনাকে জানতে চাই যে আমরা আপনার জন্মদিন মনে রেখেছি। আমরা আপনার শুভ কামনা করি। আমরা বন্ধুত্বপূর্ণ ভারতীয় জাতির জন্য শুভকামনা জানাই। আমরা আপনার নেতৃত্বে ভারতের সমৃদ্ধি কামনা করি।’ এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি পুতিনকে বলেছেন, ‘এটা যুদ্ধের সময় নয়।’ মোদীর এই বক্তব্যে সহমত পোষণ করে পুকিন নাকি আশ্বাস দেন, যত দ্রুত সম্ভব যুদ্ধ শেষ করা হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election
পরবর্তী খবর

Latest News

ভারতের ভাগ্য এখন পাকিস্তানের হাতে, কোন অঙ্কে সেমিফাইনালে যেতে পারেন হরমনপ্রীতরা? অস্ত্র 'মাস্টার কি'! পর্যটকদের টাকা হাতিয়ে, গাড়ি নিয়ে হুল্লোড় হোটেল কর্মীর 'তুমি সাগরের ঢেউয়ে....', অনশনমঞ্চে মৌসুমী ভৌমিকের গান ভাইরাল, কাঁদলেন ডাক্তারা ফের অনশনে অসুস্থ জুনিয়র ডাক্তার, অবস্থার অবনতি, ভর্তি করা হল এনআরএসে থার্ড আম্পায়ারের ভুল সিদ্ধান্তে হারল ভারত? আসলে আউট ছিলেন অজি? কী বলছে আইন? ট্রাস্টের নামে ৫ একর জমি পেয়েও আবেদন প্রত্যাহার খাড়্গে পুত্রের অস্ট্রেলিয়ার কাছে হেরে ঘোর বিপদে ভারত, শেষ চারে অজিরা, এ-গ্রুপের পয়েন্ট তালিকা দুরন্ত ফিল্ডিং ভারতের, ইম্প্যাক্ট ফিল্ডার অফ দ্য সিরিজ হলেন এই ভারতীয় স্পিনার 'এই জোর করিস না, না না, জোর করিস না…' কাতর অনুরোধ মিমির, শুনতে নারাজ অনিন্দ্য সোহাগে রাঙা শ্রীময়ী! কচি বউকে নিয়ে সিঁদুর খেলায় মাতলেন কাঞ্চন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.