সিকিমে ভয়াবহ তুষারধসে এদিন মৃত্যু হয়েছে ৭ জনের। আরও ১২ জন এই ঘটনায় আহত হয়েছেন। পূর্ব সিকিমে দুপুর ১২.১৫ মিনিট নাগাদ এই ধস নামে। নাথুলা বর্ডারের কাছে এই ঘটনা ঘটে যায়। মুহূর্তে ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। ঘটনার পরই মুহূর্তে তৎপরতা শুরু করে বিআরও।
শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, সন্ধ্যে ৬ টা পর্যন্ত ২২ জন পর্যটককে ঘটনাস্থল থেকে উদ্ধার করা গিয়েছে। এর আগে, তুষার ধসের সঙ্গে সঙ্গেই বহুজনের পুরু বরফের আস্তরণে চাপা পড়ার আশঙ্কা দেখা গিয়েছিল। তারপরই বিআরওর প্রজেক্ট স্বস্তিক অপারেশন চালু হয়। বিআরওর তরফে থেকে বলা হচ্ছে, বরফের নিচে অন্তত আধঘণ্টা অনেকেই চাপা পড়েছিলেন। এরপর ‘সেখানে বরফ থেকে থেকে একের পর এক মহিলাকে উদ্ধার করা হয়েছে’, বলে জানায় বিআরও। উদ্ধার হওয়া সকলকেই সিকিমের এসটিনএম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, ১৫ জন আংশিকভাবে বরফের নিচে চাপা পড়েছিলেন। তাঁদেরও উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অনেককেই প্রাথমিক চিকিৎসার পর গ্যাংটকে পাঠানো হয়েছে। বিআরওর তরফে জানানো হয়েছে, ৩৫০ জন পর্যটক ও ৮০ টি গাড়ি আটকে পড়ে তুষার ধসে। আটকে পড়া পর্যটকদের সকলকেই পরে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে বিআরও। তবে এখনও উদ্ধারকাজ শেষ হয়নি।
এদিকে, সিকিমের এই মর্মান্তিক দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মর্মান্তিক ঘটনার জেরে শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর শোকবার্তায় জানান,' সিকিমে তুষারধসের ঘটনা মুষড়ে পড়ার মতো। যাঁরা তাঁদের প্রিয়জনকে হারিয়েছেন তাঁদের প্রতি সমবেদনা রইল। আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন। উদ্ধার অভিযান চলছে এবং ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।' অমিত শাহ লেখেন, ‘ সিকিমের মর্মান্তিক তুষারধসে যাঁরা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা। আমরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি এবং এনডিআরএফের দল শীঘ্রই ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছাবে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।’ অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর টুইটে লেখেন,' সিকিমের মর্মান্তিক ঘটনায় গভীরভাবে ব্যথিত। তুষারধসের কারণে জাতি বহু মূল্যবান প্রাণ হারিয়েছে।' এরসঙ্গেই তিনি লেখেন,' আমি শোকসন্তপ্ত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই এবং যারা আহত হয়েছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি। সকলের নিরাপত্তা ও নিরাপত্তার জন্য প্রার্থনা করছি।'
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup