পণ্য়বাহী জাহাজে উঠছিল পাথর বোঝাই ট্রাক নিয়ে। আচমকাই গঙ্গায় উলটে যায় ট্রাকগুলি। ভয়াবহ দুর্ঘটনা। ঝাড়খন্ডের সাহেবগঞ্জের কাছে গঙ্গায় পড়ে যায় ৫-৬টি ট্রাক। অন্তত তিনজন এই দুর্ঘটনার জেরে নিখোঁজ হয়ে গিয়েছেন। তাঁদের খোঁজে গঙ্গায় তল্লাশি চলছে। বৃহস্পতিবার রাতের এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
এদিকে স্থানীয় সূত্রে খবর, ঝাড়খন্ডের সাহেবগঞ্জ জেলা থেকে বিহারের কাটিহারের দিকে রওনা হচ্ছিল পণ্যবাহী জাহাজাটি। অবৈধভাবে তাতে স্টোনচিপ বোঝাই করা হয়েছিল বলে অভিযোগ। এদিকে এই ঘটনার জেরে শুক্রবার ঝাড়খন্ড বিধানসভায় তুমুল প্রতিবাদ জানান বিজেপি বিধায়করা। সিবিআই তদন্তের দাবিতে সরব তাঁরা। তাঁদের দাবি অবৈধভাবে পাথর পাচার করা হচ্ছিল। তখনই দুর্ঘটনা ঘটে। এই পাথর পাচারের সঙ্গে প্রভাবশালীরা জড়িয়ে থাকেন। বিজেপি বিধায়ক বাবুলাল মারান্ডি বলেন, এই অবৈধ ব্যবসা বন্ধের দাবিতে ঝাড়খন্ড, বিহার দুই সরকারকেই জানিয়েছিলাম। সাহেবগঞ্জের ডিসি, এসপিকে সাসপেন্ড করতে হবে।
এদিকে ঝাড়খন্ড মুক্তি মোর্চার বিধায়ক লবিন হেমব্রমও বিজেপির সুরেই প্রতিবাদ জানান। তবে মন্ত্রী আলমগির আলম বলেন, তদন্তের জন্য কমিটি তৈরি হয়েছে। সাহেবগঞ্জের ডেপুটি কমিশনার রামনিবাস যাদব জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে জাহাজটিতে কারিগরি ত্রুটি ছিল। সেকারণে এটি একদিকে হেলে যায়। তখনই দুর্ঘটনা ঘটে যায়।ডিসি জানিয়েছেন দেওঘড় থেকে এনডিআরএফের টিম এলাকায় তল্লাশি চালাচ্ছে। কতজন নিখোঁজ তা দেখা হচ্ছে। মনে হচ্ছে ৫-৬টি ট্রাক তলিয়ে গিয়েছে।