HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ঘরে বাইরে > Madhya Pradesh Election Results 2023: কমল নাথের ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’ ভারডুবির অন্যতম কারণ, বলছে মধ্যপ্রদেশ কংগ্রেস

Madhya Pradesh Election Results 2023: কমল নাথের ‘অতিরিক্ত আত্মবিশ্বাস’ ভারডুবির অন্যতম কারণ, বলছে মধ্যপ্রদেশ কংগ্রেস

বিধানসভা নির্বাচনে বিজেপি ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি আসন পেয়ে রাজ্যে ফের সরকার গড়তে চলেছে। সেখানে কংগ্রেস পেয়েছে ৬৩টি আসন। এটি ২০০৩ সালের পর থেকে বিজেপির দ্বিতীয় সেরা জয়।

মধ্যপ্রদেশ কংগ্রেস সভাপতি কমল নাথ (ছবি পিটিআই)

মধ্যপ্রদেশে একদিকে যেমন গেরুয়া ঝড়ের অন্যতম কাণ্ডারি কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন কংগ্রেস নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। অন্য দিকে রাজ্যে হারের কারণ প্রবীণ কংগ্রেস নেতা তথা প্রদেশ সভাপতি কমলনাথ।  দু’দলের ব্যাখ্যা-বিশ্লেষণে তেমনটাই উঠে আসছে। 

কংগ্রেস বলেছে রাজ্য বিধানসভা ভোটে দলকে ডুবিয়েছেন কমলনাথ।  তাঁর অতিরিক্ত আত্মবিশ্বাস, নিরুৎসাহী প্রচার, দুর্বল প্রার্থী নির্বাচন, দলীয় কোন্দল এবং সিন্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিকেন্দ্রীকরণ রাজ্যে হারের অন্যতম কারণ।

বিধানসভা নির্বাচনে বিজেপি ২৩০টি আসনের মধ্যে ১৬৫টি আসন পেয়ে রাজ্যে ফের সরকার গড়তে চলেছে। সেখানে কংগ্রেস পেয়েছে ৬৩টি আসন। এটি ২০০৩ সালের পর থেকে বিজেপির দ্বিতীয় সেরা জয়। সে বছর ১৬৫টি আসন জিতে দিগ্বিজয় সিং নেতৃত্বাধীন কংগ্রেস সরকারকে ক্ষমতাচ্যুত করে বিজেপি। এর পর ২০১৩ সালে, বিজেপি ১৭৫ টি আসন জেতে।

কংগ্রেসের অন্তত তিন নেতা জানিয়েছে, বিজেপির বিরুদ্ধে প্রচার নিয়ে কমলনাথের কৌশল ডুবিয়েছে দলকে। 

এক কংগ্রেস নেতার কথায়, ‘নিবার্চনে আমরা ১২০টি প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেই প্রতিশ্রুতি সম্পর্কে আমাদের কর্মীরা কিছু জানতেনই। ইশতেহার প্রচারের দায়িত্ব দেওয়া সোশ্যাল মিডিয়া টিমের উপর। ফলে জনগণের কাছে আমাদের প্রচারের বার্তাগুলি ঠিকমতো পৌঁছয়নি।’ এই হারের জন্য তিনি হাই কমান্ডকেও দায়ী করেছেন। কারণ হাইকমান্ড মধ্যপ্রদেশে জয়ের জন্য শুধু কমলনাথের উপর নির্ভরশীল ছিল। 

দ্বিতয় এক কংগ্রেস নেতার কথায়, ‘একেই কাজে লাগিয়েছে বিজেপি। মাঠে ঘাটে প্রচারে আমাদের কোনও কর্মীকে দেখা যাচ্ছিল না। দেখা যাচ্ছিল শুধু বিজেপি কর্মীদের। ’

তৃতীয় কংগ্রেস নেতার কথায়, ‘কমলনাথের নির্বাচনী কৌশল ছিল আমাদের বোঝার বাইরে। রাজ্যে নিবার্চনী প্রচারের জন্য কর্নাটক মডেল মেনে চলার জন্য অনেকটা সময় ছিল। কিন্তু মধ্যপ্রদেশ সরকারের দুর্নীতি, বেকারত্ব এবং পরীক্ষা কেলেঙ্কারি বিষয়টি পুরোপুরি ভাবে সামনে আনতে ব্যর্থ হয়েছিল।’

তিনি জয়ের বিষয়ে এতটাই আত্মবিশ্বাসী ছিলেন যে, তিনি মনে করতেন রাজ্যে বিজেপির বিরুদ্ধে জয় পেতে গেলে ইন্ডিয়া জোটের কোনও প্রয়োজন নেই। ফলে সমাজবাদী পার্টি বা সিপিএম আসন চাইলেও তিনি তা দিতে রাজি হননি।

কংগ্রেস নেতা বলেন, ‘এসপি চারটি এবং সিপিএম দুটি আসন চেয়েছিল। কিন্তু কমলনাথ তাদের এই আসনগুলি দিতে রাজি ছিলেন না। তিনি মনে করতেন কংগ্রেসের তাদের প্রয়োজন নেই।’

দ্বিতীয় কংগ্রেস নেতা বলেন, ‘আমরা প্রায়শই দলীয় বৈঠকে শুনেছি যে কমল নাথ সংগঠনকে শক্তিশালী করার জন্য রাজ্য ছাড়েননি। কিন্তু বাস্তবে, আমরা রাজ্যে দলের হেভিওয়েটদের খুব কমই একসঙ্গে প্রচারে আসতে দেখেছি। প্রত্যেক নেতাই নিজ নিজ এলাকায় সীমাবদ্ধ ছিলেন। ফলে প্রচারে কার্যত অনুস্থিত ছিল দল।"

তিনি আরও বলেন, ‘কমল নাথ রাজ্য কংগ্রেস ইনচার্জকে পার্টির কার্যক্রমে কোনও ভূমিকা পালন করার অনুমতি দেননি। কারণ, গত পাঁচ বছরে রাজ্যে দলে চারবার ইনচার্জ নিযুক্ত হয়ে ছিল। সর্বশেষ, রণদীপ সুরজাওয়ালেকে নির্বাচনের মাত্র দুই মাস আগে নিয়োগ করা হয়। তিনি নাথের কোনও সিদ্ধান্তেই হস্তক্ষেপ করেননি’। 

দলে দ্বন্দ্ব প্রসঙ্গে বলতে গিয়ে, তৃতীয় কংগ্রেস নেতা বলেন. সুরেশ পাচৌরি, অরুণ যাদব এবং অজয় সিং-এর মতো সিনিয়র নেতারা দলীয় হাইকমান্ডের সামনে আপত্তি উত্থাপন করার পরেই প্রার্থী বাছাই করার জন্য দলের স্ক্রিনিং কমিটিতে স্থান পেয়েছেন।

তিনি বলেন, ‘দলের পক্ষে এটা খুবই বিব্রতকর পরিস্থিতি, যখন নাথ এবং দিগ্বিজয় সিং মিডিয়া এবং পার্টি কর্মীদের উপস্থিতিতে বচসায় লিপ্ত হয়েছিলেন এবং পার্টির ইশতেহার প্রকাশের দিনে একে অপরের পোশাক ছেঁড়ার কথা বলেছিলেন।’

ঘরে বাইরে খবর

Latest News

কাজের ফাঁকে ছুটির প্রবণতা কেন বাড়ছে, কী বলছেন গবেষকরা বিশ্বকাপের আগেই সুখবর পেল আমেরিকা, ICC-র লিস্ট-এ স্ট্যাটাস পেল মেজর লিগ ক্রিকেট পড়াশুনা শেষ হলেই হস্টেল ছাড়তে হবে, কত দিনে? জানিয়ে দিল যাদবপুর বিশ্ববিদ্যালয় ষষ্ঠীতে 'জয়ী' নারীশক্তি, বাংলার কোন কোন আসনে মহিলা ভোটেরাররা ঘোরালেন ভোট অঙ্ক? বৃষ রাশিতে হতে চলেছে বুধাদিত্য রাজযোগ, ৩ রাশির বাড়বে মান সম্মান, হবে অর্থ লাভ জাহির খানের বউ সাগরিকা-র সঙ্গে ডিনারে বিরাট, ছেলে-মেয়ে নিয়ে অনুষ্কা একা বাড়িতে? আইরিশদের বিরুদ্ধে অভিযান শুরু, তার পরেই ভারত-পাক ম্যাচ, রোহিতদের বিশ্বকাপ সূচি গজেন্দ্র চৌহানের অপসারণের কারণ ছিলেন পায়েল! পর্দার ‘যুধিষ্ঠি’ এখন বলছেন… শুধু ধূমপান নয়, হৃদরোগের জন্য দায়ী বায়ু দূষণ, বললেন গবেষকরা শেষ দফায় বারুইপুরে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী, জেনে নিন ৯ কেন্দ্রের কোথায়, কত

Latest IPL News

T20 WC 2024: ও যেভাবে প্র্যাকটিস করে! কোহলিকে নিয়ে মুগ্ধতা কাটছে না উইল জ্যাকসের যাঁরা বাদ পড়েছেন, IPL ফর্মের নিরিখে তাঁদের নিয়ে গড়া ভারতের বিশ্বকাপ একাদশ কোহলির সমালোচনা করে বিতর্কের মুখে রায়ডু! CSK-র প্রাক্তনীর পাশে কেভিন পিটারসেন আগে তো লেখা শেখো-KKR-কে শুভেচ্ছা জানাতে গিয়ে,KKL লিখে চরম কটাক্ষের মুখে উমর আকমল দ্রাবিড়ের পর রোহিতদের কোচ হিসেবে গম্ভীরকেই চূড়ান্ত করতে চলেছে BCCI- রিপোর্ট বিলাসবহুল জীবনের পর যখন বাস্তব সামনে আসে… ধারাভিতে যাওয়ার পর দার্শনিক LSG কোচ ছেলেরা পাগল হচ্ছে.... হঠাৎ নাইট কোচের কথা থামিয়ে কী বললেন গম্ভীর- ভিডিয়ো ব্যাটিং অর্ডার চূড়ান্ত ফ্লপ-পরের মরশুমে শক্তিশালী হয়ে ফেরার দাবি SRH-এর সহকারীর হুইলচেয়ারে এয়ারপোর্টে যেতেন না- জীবনের সবচেয়ে খারাপ সময়কে মনে করলেন পন্ত নিজেদের দুর্গ আগলে রেখেও অ্যাওয়ে ম্যাচে ডাহা ফেল, আশা জাগিয়েও কেন ব্যর্থ দিল্লি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ