ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের লক্ষ্যে ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করা শুরু করেছে রাজনৈতিক দলগুলি। নিজেদের দাবি আদায়ের লক্ষ্য নিয়ে একা লড়াই করার কথা জানিয়েছিল টিপ্রামোথা পার্টি। সেই লক্ষ্যে এবার দ্বিতীয় তালিকা প্রকাশ করল টিপ্রামোথা পার্টি। দ্বিতীয় তালিকায় দলের তরফে ১০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এর আগে প্রথম তালিকায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছিল দলটি।
দলের তরফে প্রকাশ করা দ্বিতীয় তালিকায় তপশিলি জাতি এবং উপজাতি থেকে ৩ জন করে প্রার্থী করা হয়েছে। দ্বিতীয় তালিকায় নাম রয়েছে প্রাক্তন কংগ্রেস বিধায়ক তাপস দে-র। তিনি গতবছর টিপ্রামোথা দলে যোগ দিয়েছিলেন। প্রথম তালিকা শনিবার দেরিতে প্রকাশ করা হয়েছিল। কারণ ইনডিজিনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা (আইপিএফটি) টিপ্রামোথা জোট করতে চেয়েছিল। এই জন্য রাত ১১টা পর্যন্ত অপেক্ষা করেন টিপ্রামোথা দলের প্রধান প্রদ্যোৎ কিশোর দেববর্মণ। রবিবারই তাদের তরফে ২০ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। টিপ্রামোথা জানিয়েছে, নির্বাচনে একাই লড়াই করবেন তারা। এরপরেই দ্বিতীয় তালিকা প্রকাশ করল টিপ্রামোথা।
অরূপ দেব, আশি রাম রেয়াং, ডেভিড মুন্ডা এবং জয় চুং হালামকে যথাক্রমে হৃষ্যমুখ, অমরপুর, চাঁদিপুর এবং পানিসাগর আসন থেকে প্রার্থী করেছে টিপ্রামোথা। দলীয় নেতা সুবোধ দেববর্মাকে চারিলাম আসন থেকে প্রার্থী করা হয়েছে। তিনি অসমের উপমুখ্যমন্ত্রী ও প্রবীণ বিজেপি নেতা জিষ্ণু দেববর্মার বিরুদ্ধে লড়াই করবেন। টিপ্রামোথা গ্রেটার টিপ্রাল্যান্ডের দাবি জানিয়েছে। সেই দাবিকে সামনে রেখেই তারা ভোটের ময়দানে লড়ছে। উল্লেখ্য, ত্রিপুরায় ৬০ সদস্যের বিধানসভায় ভোটগ্রহণ হবে ২৭ ফেব্রুয়ারি এবং ফলাফল ঘোষণা করা হবে ২ মার্চ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup